Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘ফ্লোরেন্স নাইটিঙ্গেল-এর আদর্শে উজ্জীবিত হয়ে রোগীদের সেবা দিন’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩৯ AM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪৪ AM

bdmorning Image Preview


 আধুনিক নার্সিং সেবার অগ্রদূত মহিয়সী নারী ফ্লোরেন্স নাইটিঙ্গেল-এর আদর্শে উজ্জীবিত হয়ে ‘সেবাই ধর্ম, সেবাই কর্ম’ মানসিকতা নিয়ে রোগীদেরকে সেবা দেয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

গতকাল বৃহস্পতিবার(২০ সেপ্টম্বর) বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট নার্সিং বিভাগের ৮ম ব্যাচের ছাত্র-ছাত্রীদের ‘ক্যাপিং সেরিমনি’  অনুষ্ঠানে নার্সদের প্রতি এই আহ্বান জানান তিনি। এসময় তিনি নার্সদের দায়িত্ব ও কর্তব্যের প্রতি আরো যত্মশীল হওয়ার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এই সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য কথা জানানো হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেঃ জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন।

নার্সিং অনুষদের  ডীন অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নার্সিং ডেভেলপমেন্ট কমিটির সদস্য-সচিব ডা. এ কে এম শরীফুল ইসলাম।

অনুষ্ঠানে অন্য বক্তারা নার্সিং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, রোগীদেরকে দেবতা মনে করে সেবা দিন। রোগীদেরকে আপনজন মনে করে অন্তর দিয়ে সেবা দিন। উন্নত, দক্ষ ও অনুসরণীয় নার্স হিসেবে গড়ে তুলতে বিশেষ করে বিশ্বমানের নার্স হিসেবে তৈরি হতে নিজেকে উৎসর্গ করতে হবে।

শপথ গ্রহণ পরিচালনা করেন গ্রাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেবেল ডি রোজারিও। ৭ম ব্যাচের শিক্ষার্থীদের ক্যাপ পরিয়ে দেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

অনুষ্ঠানে শপথ গ্রহণ ছাড়াও ছিলো দেশাত্ববোধক, রবীন্দ্র সঙ্গীত ও একক সঙ্গীত পরিবেশনা। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Bootstrap Image Preview