Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভালুকায় অভিনব কায়দায় দখল হচ্ছে বনের জমি

সাজ্জাদুল আলম খান ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৪ AM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০৯ AM

bdmorning Image Preview


ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় অভিনব কায়দায় বনের জমিতে রোপণকৃত আকাশমনি ও গজারি গাছ কেটে লক্ষ-লক্ষ টাকার জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যুদের বিরুদ্ধে।

উপজেলার ৬নং ভালুকা ইউনিয়নের মেহরাবাড়ি এলাকার বনের দাবিকৃত বাশিঁল মৌজায় ঘটনাটি ঘটেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই এলাকার কশিক ঢালীর ছেলে শাকিল আহাম্মেদ বাশিঁল মৌজার ১৩৭নং দাগে ৭নং খতিয়ানে বনের দাবিকৃত সামান্য জমিতে বাড়ি নির্মাণ করেছিলো। 

পরে রাতের আঁধারে বাড়ির চারপাশের বনের জমির গাছ কেটে বন উজাড় করে দিনদিন বাড়ির সীমানা প্রাচীর প্রসারিত করছে। অভিযোগ রয়েছে বন বিভাগের একশ্রেণির অসাধু কর্মকর্তাদের সহযোগীতায় প্রায় ১ বছর যাবৎ চলছে এই পন্থায় জমি দখলের কাজ।

বর্তমানে প্রায় ৪০শতাংশ বনের জমি দখলে রয়েছে শাকিল আহাম্মেদের। যার বাজার মূল্য প্রায় ৫০লক্ষ টাকা।

এ ব্যাপারে ভালুকা রেঞ্জ অফিসার হাবিবউল্লাহ জানান, বনরক্ষী পাঠিয়ে কাজ বন্ধ করার জন্য বলা হয়েছে। দখলকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

বিভাগীয় বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড. প্রান্তুষ চন্দ্র রায় জানান, স্থানীয় রেঞ্জ অফিসকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অতি শীঘ্রই আমি ঘটনাস্থলে গিয়ে বনের জমি উদ্ধারের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Bootstrap Image Preview