Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাবি ভর্তিযুদ্ধ; প্রতি আসনের বিপরীতে ১৭১ জন

তমাশ্রী বসাক, জাবি প্রতিনিধি
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৫ AM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৫ AM

bdmorning Image Preview


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সূচি শেষ হয়েছেপ্রতি আসনের বিপরীতে লড়বে ১৭১ জন

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, "চলতি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন করেছে ৩ লাখ ২২ হাজার ৯৪৬ জন। ফলে এবার ১ হাজার ৮৮৯ টি আসনের বিপরীতে লড়বে ১৭১ জন শিক্ষার্থী"

এবার দশটি ইউনিটে মোট ৩ লাখ ২২ হাজার ৯৪৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। গত বছরের চেয়ে এবার ভর্তিচ্ছু বেড়েছে ২৩ হাজার ৭৭৩ জন।

গতবছর ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য পুরো প্রক্রিয়া সম্পন্ন করে ২ লাখ ৯৯ হাজার ১৭৩ জন শিক্ষার্থী।

রেজিস্টার অফিস সূত্রে আরও জানা যায় যে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) আবেদন করেছে ৬৪ হাজার ৭১০ জন, ‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ) ৩৬ হাজার ৪৪৭ জন, ‘সি’ ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ) ৪৯ হাজার ৪৯০ জন, ‘সি ১’ ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) ৯ হাজার ৬৩০ জন, ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৭২ হাজার ৯৫৩ জন, ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ২০ হাজার ১২৩ জন, ‘এফ’ ইউনিটে (আইন অনুষদ) ৩২ হাজার ৬৮০ জন, ‘জি’ ইউনিটে (ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তথা আইবিএ) ১০ হাজার ৫৮ জন, ‘এইচ’ ইউনিটে (ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি তথা আইআইটি) ১৮ হাজার ৬৯০ জন এবং ‘আই’ ইউনিটে (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) আবেদন করেছে ৮ হাজার ১৬৫ জন শিক্ষার্থী।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সকাল ৯টায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলবে ১১ অক্টোবর পর্যন্ত

আগামী ২২ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত www.ju-admission.org ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে

Bootstrap Image Preview