Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাশরাফিদের পাত্তাই দিলো না আফগানিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫২ PM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫২ PM

bdmorning Image Preview


আবুধাবিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে ১৩৬ রানে লজ্জার হার হারলো মাশরাফিরা। যদিও এই হার সুপার ফোরে খেলায় কোন প্রভাব ফেলবে না, তার পরেও লজ্জায় যেন ডুবে গেল টাইগাররা।  

প্রথমে টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে উইকেটে ২৫৫ রান করেছে আফগানিস্তান। ২৫৬ রানের জয়ের লক্ষে ব্যাটিং করতে নেমে ৪২ ওভার বলে ১১৯ রান করে গুটিয়ে যায় বাংলাদেশ।

টাইগারদের সংক্ষিপ্ত স্কোরঃ নাজমুল হাসান শান্ত(), লিটন দাস(),সাকিব আল হাসান(৩২), মিথুন আলী(), মাহমুদউল্লা রিয়াদ(২৭), মোসাদ্দেক(২৬),আবু হায়দার রনি(),রুবেল হোসেন(), মাশরাফি বিন মর্তুজা(),মেহেদী হাসান মিরাজ ()ওমুমিনুল হক()

তামিম না থাকায় এই দিন লিটনের সঙ্গী হন তরুণ বাঁ-হাতি ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত।নিজের অভিষেক ম্যাচটা স্মরণীয় করতে রাখতে পারলেন না শান্ত। মাত্র রান করে মুজিবের বলে ক্যাচ আউট হন তিনি।

শান্তর বিদায়ের  পর ব্যাটিংয়ে আসেন সাকিব।গতম্যাচে শূন্য সাকিব এই দিন লিটনের সাথে জুটি গড়ার চেষ্টা করেন কিন্তু ব্যস্ত লিটন সময় না দিয়েই এলবিডব্লিউ আউট হয়ে ফিরে যান সাজ ঘরে।

পরপর দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে টাইগাররা এরপর ব্যাটিংয়ে আসেন দীর্ঘ দিন দলের বাহিরে থাকা মুমিনুল হক। তাঁর ব্যাটিংয়ে অনেকেই স্বপ্ন দেখছিলো সাকিবের সাথে বড় জুড়ি গড়বেন।কিন্তু হতভাগা মুমিনুল কিছু না করেই মাত্র রান করে ক্যাচ আউট হন।

খেলায় তখন নিয়ন্ত্রিত বোলিং করতে থাকে আফগানরা।অন্যদিকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সাকিবরা।মুমিনুলের বিদায়ের পরে ব্যাটিংয়ে আসেন গত ম্যাচে হিরো মিথুন।কিন্তু এই দিন তিনি ব্যাট হাতে পুরোই  ব্যর্থ হন।মাত্র রান করে তিনিও ফিরে যান সাজ ঘরে।

এরপর সাকিব মাহমুদউল্লাহ রান গড়ার চেষ্ঠা করলে সেই চেষ্ঠা ব্যর্থ করে দেয় রশিদ খান।অসহায় ভাবে আফগান বোলারদের কাছে উইকেট বিলিয়ে দিয়ে আসতে থাকে টাইগার ব্যাটসম্যানরা ৪২ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায় মাশরাফিদের ইনিংস। আগামীকাল ভারতের বিপক্ষে বাংলাদেশ সময় বিকাল .৩০ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ।

মাশরাফি একাদশঃ নাজমুল হাসান শান্ত, লিটন দাস,সাকিব আল হাসান, মিথুন আলী, মাহমুদউল্লা রিয়াদ, মোসাদ্দেক,আবুহায়দাররনি,রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা,মেহেদী হাসান মিরাজ ওমুমিনুল হক

Bootstrap Image Preview