Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, অক্টোবার ২০১৮ | ২ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

কুকুরের ভাগ্যে কোটিপতি দম্পতি!

মোঃ মাসুদ রানা
সাব এডিটর
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৮ AM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৯ AM

bdmorning Image Preview
ছবি: ইন্টারনেট


পৃথিবীতে প্রতিদিন কতই না আজব ঘটনার জন্ম হচ্ছে। এমন খবরই রটে যা দেখলে চোখ কপালে ওঠে। এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এমনই একটি ঘটনা ঘটেছে। যেখানে পোষ্য কুকুরের ভাগ্য গুণে কোটিপতি হয়েছে এক দম্পতি।

জানা যায়, ৭৩ বছর বয়সী ডেল ফেরান্ড সম্প্রতি নিজের প্রিয় কুকুরটির মুটিয়ে যাওয়া নিয়ে খানিকটা চিন্তিত হয়ে পড়েছিলেন। প্রিয় কুকুরের স্বাস্থ্য ঠিক রাখতে প্রয়োজনীয় ব্যায়াম যন্ত্রপাতি কিনতে চলে যান। কুকুরের জন্য জিমের যন্ত্রপাতি কেনার পর কুকুরের ভাগ্য পরীক্ষার জন্য একটি ৩০ ডলারের টিকিটও কিনে ফেলেন ডেল ফেরান্ড।

বাড়ি ফেরার পথে গাড়িতে বসেই টিকিটটি ঘষে পরীক্ষা করতে গিয়ে চোখ কপালে ওঠে ডেল ফেরান্ডের। কুকুরের ভাগ্য পরীক্ষায় কেনা টিকিটেই কিনা জিতেছেন ১০ মিলিয়ন ডলারের মেগা জ্যাকপট! দ্রুতবেগে গাড়ি চালাতে শুরু করেন ডেল, বাড়িতে এসেই স্ত্রীকে টিকিটের নম্বর দেখিয়ে পরীক্ষা করতে বলেন।

কুকুরের ভাগ্যে এত বড় পুরস্কার জেতার ঘটনায় তার স্ত্রীও ভীষণ অবাক হয়েছেন। পুরস্কারের টাকায় বাড়ির জন্য নেওয়া ঋণ পরিশোধের পাশাপাশি ছেলে-মেয়ে এবং নাতি-নাতনিদের জন্য কিছু করতে চান এই দম্পতি।

Bootstrap Image Preview