Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, অক্টোবার ২০১৮ | ৪ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

গুলি করে মেরে কুমিরকে ঝুলিয়ে রাখলেন ৭৩ বছরের বৃদ্ধা নারী

মোঃ মাসুদ রানা
সাব এডিটর
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০০ AM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০০ AM

bdmorning Image Preview
ছবি: ইন্টারনেট


যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা এ বৃদ্ধার বর্তমান বয়স ৭৩ বছর। তার একটি পোষা ঘোড়া ছিল। কিন্তু তার সেই পোষা ঘোড়াটিকে টেক্সাসের গুডরিচ খামারের পুকুরে থাকা একটি কুমির খেয়ে ফেলে। আর এই সন্দেহে কুমিরের মাথায় নিজের বন্দুক দিয়ে গুলি করে হত্যা করেছেন ওই নারী। খবরে বলা হয়, আমেরিকার টেক্সাসের গুডরিচে তার খামারে এই ঘটনা ঘটে।

এই ঘটনার ভিডিও বিভিন্ন সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কচরান বন্দুক তাক করেছেন, আর তার মেয়ের জামাতা কুমিরটির মুখ একটি হুক দিয়ে আটকে রশি বেঁধে টান দিচ্ছে। এক পর্যায়ে কুমিরটির মাথায় শুধু একটি গুলি করেই তার মৃত্যু নিশ্চিত করেন তিনি।

খবরে আরও বলা হয়, মৃত কুমিরটির দৈর্ঘ্য ১২ ফুট। আর তার ওজন ৫৮০ পাউন্ড।

কচরান জানান, নয় বছর আগে পাঁচ বছর বয়সী এই কুমিরকে খামারের পুকুরে নিয়ে আসেন তার নাতি। তার পরিবার কুমিরের মাংস খেতে পছন্দ করে।

বৃদ্ধা এই নারী বলেন, ‘আমাদের ধারণা এই কুমিরটিই আমাদের ছোট ঘোড়াটিকে খেয়েছে। কেননা এটি আকারে বড় তাই সহজেই ছোট ঘোড়াটিকে খেতে পারবে।’

Bootstrap Image Preview