Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্মমভাবে পাকিস্তানকে হারালো ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪৪ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০১ PM

bdmorning Image Preview


 

এশিয়া কাপের শুরু থেকেই শুনা যাচ্ছিলো ভারত ও পাকিস্তানের ম্যাচ হবে সব থেকে হাই-ভোল্টেজ ম্যাচ।কিন্তু সেটি আর হলো না। ভারতের কাছে অসহায় ভাবে আত্মসর্ম্পন করলো পাকিস্তান।হেসে খেলে ৮ উইকেটের বিরাট জয় তুলে নিলো রোহিতরা।যদিও পাকিস্তানের সুপার ফোরে খেলা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিলো,তার পরেও মর্যাদার লড়াইয়ে হেরে গেল পাকিস্তান।

ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারের আগে সব উইকেট হারিয়ে ১৬২ রানে অলআউট হয় পাকিস্তান। ১৬৩ রানের জয়ের লক্ষে ব্যাটিং করতে নেমে ২৯ ওভারে ২ উইকেটে হারিয়ে সহজ তুলে নেয় ভারত।

রাজনৈতিক বিরোধের কারনে সাম্প্রতিক সময়ে দ্বিপক্ষীয় কোন সিরিজে অংশ নেয় না ভারত ও পাকিস্তান।

সর্বশেষ ২০১২ সালেতিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিলো দু’দল। ভারতের মাটিতে অনুষ্ঠিত ঐ সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিলোপাকিস্তান। এর আগে ২০০৭ সালে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিলো ভারত ও পাকস্তান।

সংক্ষিপ্ত স্কোর পাকিস্তানঃ ইমাম(২) ফখর (০),‌ বাবর(৪৭), শোয়েব মালিক(৪৩)  সরফরাজ (অধিনায়ক)(৬) আসিফ আলী(৯), শাদাব(৮), ফাহিম(২১), আমির(২১)নটআউট হাসান(১) উসমান খান(০)।

ভারতের সংক্ষিপ্ত স্কোরঃরোহিত শর্মা(৫২),ধাওয়ান(৪৬), রাইডু(৩১), কার্তিক(৩১)।

পাকিস্তান একাদশ: ইমাম, ফখর, বাবর, শোয়েব মালিক, সরফরাজ (অধিনায়ক), আসিফ আলী, শাদাব, ফাহিম, আমির, হাসান, উসমান খান।

ভারত একাদশ: রোহিত (অধিনায়ক), ধাওয়ান, রাইডু, ধোনি, কার্তিক, যাদব, পান্ডিয়া, ভুবনেশ্বর, বুমরাহ, চাহাল, কুলদীপ।

Bootstrap Image Preview