Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশীয় প্রযোজকদের উপর ক্ষিপ্ত কেন শাকিব?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৮:২৩ AM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৮:২৩ AM

bdmorning Image Preview


ঢাকাই চলচ্চিত্রের তারকা অভিনেতা শাকিব খান। ওপার বাংলাতেও তার বেশ জনপ্রিয়তা রয়েছে। দুই বাংলার ছবিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। তবে দেশীয় প্রযোজকদের উপর ক্ষিপ্ত শাকিব।

গেলো ১২ সেপ্টেম্বর থেকে শাকিব-ফারিয়া জুটির প্রথম ছবি শাহেন শাহর শুটিং শুরুর কথা থাকলেও নানা কারণে সেটি পিছিয়েছে। আগামী ২৫ তারিখ থেকে ছবিটির শুটিং শুরুর কথা শোনা যায়। তবে এতে খুব বিরক্ত শাকিব।

শাকিব বলেন, আমাদের দেশের প্রযোজকদের আরো সিনসিয়ার হওয়া উচিত। কারণ আমি বাংলাদেশ এবং কলকাতার ছবিতে কাজ করছি। আমার যেমন শাপলা মিডিয়াকে শিডিউল দেওয়া আছে, তেমনি কলকাতায়ও কিছু ছবির জন্য শিডিউল দেওয়া আছে। এখন যদি সময় মতো শাপলা মিডিয়া শুটিং করতে না পারে, তাহলে আমাদের সবারই সমস্যা হতে পারে। কারণ এখন যে শিডিউল দেওয়া আছে, তা শেষ হলে আমাকে অন্য ছবির শুটিং করতে হবে। এতে শিডিউল জটিলতায় পড়তে পারে শাহেন শাহ ছবিটি।

তিনি আরো বলেন, কলকাতায় ৩০ দিন শিডিউল নিলে তারা ২৮ দিনের মধ্যে শুটিং শেষ করেন। আর আমাদের এখানে ৩০ দিনের শিডিউল নিলে ৪০ দিনেও শুটিং শেষ করতে পারেন না। এখানে প্রযোজক প্রথমে বলেন, ছবিতে সব অ্যারেঞ্জমেন্ট থাকবে, কিন্তু ছবি শুরুর পর দেখা যায় তেমন কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। এতে আমার কলকাতার ছবিগুলো দর্শক যেভাবে পছন্দ করছেন, সেভাবে আমাদের সব ছবি নিচ্ছেন না। তারপরও আমি দেশি ছবির জন্য ছাড় দিয়েই যাব।

Bootstrap Image Preview