Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আমাদেরকে হাঁস-মুরগী, গরু-ছাগল দেন আমরা ভিক্ষা ছেড়ে দেব'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৯ AM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৯ AM

bdmorning Image Preview


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষে স্থানীয় ভিক্ষুকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলামের সভাপতিত্বে তার সভাকক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভাপতি তার সমাপনী বক্তৃতায় ভিক্ষাবৃত্তি ছেড়ে দিতে বলেন সবাইকে। এ সম্য ভিক্ষুকেরা বলেন, আমাদেরকে হাঁস, মুরগী, গরু, ছাগল দেন আমরা ভিক্ষা করা ছেড়ে দেব। ছেড়ে দিয়ে এগুলো পালন করে চলবার চেস্টা করব। এ বিষয়ে সভাপতি তাদেরকে আশ্বস্থ করেন।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব এবাদুর রহমান প্রামানিক। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রাং, জানবক্স সরদার, আব্দুল মান্নান মোল্লা, শফিকুল ইসলাম বাবু, আব্দুস শুকুর সরদার, আল্লামা শের ই বিপ্লব, নাজমুল হক নাদিম প্রমুখ।

Bootstrap Image Preview