Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পাটকেলঘাটায় ও তালায় ১৮৩ টি মন্ডপে চলেছে প্রতিমা তৈরীর কাজ

ইলিয়াস হোসেন, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৩৩ AM
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৩৩ AM

bdmorning Image Preview


আগামী ৯ অক্টোবর মহালয়ার মধ্যে দিয়ে শারদীয় দূর্গোৎসবের আমেজ ছড়িয়ে পড়বে। ১৪ অক্টোবর মহা পঞ্চমী, ১৫ অক্টোবর ষষ্ঠী, ১৬ অক্টোরর সপ্তমী, ১৭ অক্টোবর অষ্টমী, ১৮ অক্টোবর নবমী ১৯ অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়ে ৫দিন ব্যাপী বাঙালী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা পরিসমাপ্তি ঘটবে।

ইতিমধ্যে পাটকেলঘাটা থানা ও  তালা থানার ১৮৩ টি পূজা মন্ডপে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেবী তৈরীর কারিগররা এসেছে মূর্তি তৈরী করার কাজে।

দূর্গা পূজা বাঙালীদের প্রধান উৎসবের মধ্যে একটি। বড় ছোট সকলের জন্য এই পূজা খুবই আনন্দের হয়ে থাকে। ঢাকের তাল দিয়ে আর শিউলীর মিষ্টি গন্ধে পুরো বাংলা দূর্গা পূজার হওয়া বইতে থাকে।

মহালয়া থেকে শুরু করে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া দশমীতে মন্ডপে মন্ডপে দূর্গা পূজার  আনন্দে মেতে ওঠা বাঙালীদের দেখতে পাওয়া যায়।

দূর্গা পূজা বাঙ্গালীর একটি বৃহত্তম এবং সর্বাধিক পালিত উৎসব। মা দুর্গার পূজার সাথে সাথে একই মঞ্চে মা লক্ষী, মা সরস্বতী, শ্রী গণেশ এবং শ্রী কার্তিক দেবী দেবতাদের ও পূজা করা হয়। বাঙালী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা।

কাঁশফুল ফোটা শরতের শারদীয় দূর্গোৎসবকে সামনে রেখে মন্দির গুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি।

প্রতিমা শিল্পীর কল্পনায় দেবী দূর্গার অনিন্দ্য সুন্দর রুপ দিতে সকাল থেকে শুরু করে রাতভর চলছে প্রতিমা তৈরির কাজ।

ইতিমধ্যে প্রতিমার কাঠামোর মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরপর শুরু হবে রং ও সাজসজ্জার কাজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে মন্দির গুলোতে আগাম শারদীয় উৎসবের আমেজ চলছে। উচু-নিচুর বিভেদ ভুলে সমাজের সকল স্তরের মানুষকে একত্রে করে মহা-মিলন হয় বলে এ পূজাকে বলা হয় সার্বজনীন পূজা।আর শরৎকালে হয় বলে বলা হয় শারদীয় উৎসব।

দূর্গাপূজাকে সামনে রেখে পাটকেলঘাটা-তালার ১৮৩ টি মন্ডপের পূজা উদযাপন কমিটি ব্যস্ত সময় পার করছে। কোন কোন মন্ডপে প্রতিমা তৈরির পাশাপাশি সাজসজ্জার প্রস্তুতিও চলছে।

পাশাপাশি প্রতিমা শিল্পীরাও মহাব্যস্ত প্রতিমা তৈরিতে। সেই সাথে ব্যস্ত কারিগররাও। মূর্তি গড়া শেষে কারিগরদের নিপুন হাতের ছোঁয়া রং এ ফুটিয়ে তোলা হবে প্রতিমা।

দেবীকে স্বাগত জানাতে সর্বত্র আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। হিন্দু সম্প্রদায়ের শিশু, নারী-পুরুষসহ সব বয়সী মানুষ এ শারদীয় উৎসবকে স্বার্থক করতে প্রহর গুনছে। সব মিলিয়ে ব্যাপক প্রস্তুতি চলছে প্রতিটি পূজামন্ডপে।

পাটকেলঘাটা-তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি বাবু নারায়ন চন্দ্র মজুমদার জানান, এবার পাটকেলঘাটা ও তালা থানা মিলে মোট ১৮৩ টি পূজামন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে এর মধ্যে পাটকেলঘাটার থানার ৫টি ইউনিয়ন ধানদিয়া-১৭, নগরঘাটা-৯, সরুলিয়া-২০, কুমিরা-১৩, খলিষখালী-২০ মোট ৭৯টি। এছাড়া তালার তেতুলিয়া ইউনিয়নে ৮, তালা-১৯, ইসলামকাটী-২০, মাগুরা-১০, খলিলনগর-২০, খেশরা-১৪, জালালপুর-১৩টি মোট-১০৪টি

Bootstrap Image Preview