Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সমাবর্তনের দাবিতে জবি উপাচার্যের কার্যালয় অবরুদ্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪৫ PM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪৫ PM

bdmorning Image Preview


জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সমাবর্তন করার দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করে উপাচার্যের কার্যালয় অবরোধ করেছে শিক্ষার্থীরা। পরে প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে অবরোধ উঠিয়ে নেয় তারা।

রবিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সমাবর্তন আয়োজন করার দাবিতে কাঠাল চত্বর থেকে জবি ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিক্ষোভ মিছিল থেকে ‘সমাবর্তন চাই’, ‘প্রশাসনের কালো হাত, ভেঙে দাও’ স্লোগান দিয়ে তারা প্রশাসনিক ভবনের ফটক বন্ধ করে অবস্থান নেয়।

এদিকে প্রক্টরিয়াল টিমের সদস্য ও প্রশাসনিক কর্মকর্তারা কয়েকবার চেষ্টা করেও ফটক খুলতে পারেনি। এমতাবস্থায় প্রশাসনিক ভবনে অবস্থানরত উপাচার্যসহ প্রশাসনিক সকল কর্মকর্তা অবরুদ্ধ হয়ে পড়েন।

বেলা ৩টার দিকে উপাচার্য প্রশাসনিক ভবন থেকে বের হয়ে গাড়িতে বসলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের গাড়ি আটকে বিক্ষোভ করতে থাকে। এ সময় প্রক্টরিয়াল টিমের সদস্যরা শিক্ষার্থীদের সাথে উপাচার্যের আলোচনার প্রস্তাব করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একদিনের আল্টিমেটাম দিয়ে ভাস্কর্য চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে 'আমরা সমাবর্তন চাই' আন্দোলনের আহ্বায়ক আকতার হোসেন বলেন, আমাদের দাবি সমাবর্তনের দাবি। দীর্ঘ ১৩ বছর হতে চললো এখনো কোন সমাবর্তন আয়োজন করতে পারেনি জবি প্রশাসন। প্রশাসন অতিদ্রুত সমাবর্তনের ব্যাপারে কোন আশ্বাস না দিলে আমাদের আন্দোলন আরো তীব্র হবে।

এ ব্যাপারে জবি উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, সমাবর্তন করার জন্য বিশাল জায়গার প্রয়োজন, যা আমাদের নেই। তবে এ ব্যাপারে লিখিত কোনো দাবি পেলে বিভিন্ন অনুষদের ডীন ও ছাত্র প্রতিনিধিদের একসাথে দায়িত্ব দিয়ে দেবো। তারা এটা নিয়ে কাজ করবে।

Bootstrap Image Preview