Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এবার রোবট তৈরি করা দেখলো রংপুরের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪৪ PM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪৪ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


দেশের তরুণ তরুণী ছাত্র-ছাত্রীদের রোবটিকস অ্যাডভান্সড টেকনোলজি সম্পর্কে অনুপ্রেরণা, উৎসাহ শিক্ষা দেয়ার জন্য মিলিনিয়াম স্টার স্কুল এন্ড কলেজে জাপান বাংলাদেশ রোবটিকস এন্ড অ্যাডভান্সড টেকনোলজি এন্ড রিসার্চ সেন্টার কতৃক সেমিনার কর্মশালা আয়োজন করা হয় কর্মশালায় টেকনিক্যাল টিমের সদস্যরা হাতে কলম রোবট তৈরি করা শেখান

গত ১৪ সেপ্টেম্বরে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোহাম্মদ মোস্তাফিজার রহমান মিলিনিয়াম স্টার স্কুল এন্ড কলেজের পিন্সিপাল লে. কর্নেল সৈয়দ নাজমুল সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রফেসর মো. শামসুজ্জামান এবং প্রদীপ কুমার সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়া উক্ত রিসার্চ সেন্টার থেকে উপস্থিত ছিলেন টেকনিক্যাল ডিরেক্টর কো-ফাউন্ডার আহসানুল আকিব, ডেপুটি টেকনিক্যাল ডিরেক্টর সাকিক মাহমুদ, অ্যাসিট্যান্ট টেকনিক্যাল ডিরেক্টর জুবায়ের হাসান মুন্না জায়েদুল ইসলাম রাহাত

উক্ত প্রতিষ্ঠানের রংপুর প্রতিনিধি এইচ এম বাঁধন, No-Not Out, EEE brur অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় সাহায্য সহয়োগীতা করেন

অনুষ্ঠানের শুরুতে জাপান থেকে সংগঠনটি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারহান ফেরদৌস তিনি বলেন, প্রতিষ্ঠানটির লক্ষ্য উদ্দেশ্য হলো দেশের প্রতন্ত অঞ্চলে রোবটিকস এবং আধুনিক টেকনোলজী ছাত্র-ছাত্রীদের মধ্যে পৌচ্ছে দেওয়া সে জন্য তিনি সরকারি এবং বেসকারি সংস্থা উঠসাহিত ব্যাক্তিগণের সাহায্য কামনা করেন

এছাড়াও তিনি রোবোটিকস কণরটোল ডাইনামিকের ওপর গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন

এছাড়াও প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক উপদেষ্টা . দেলোয়ার হোসেন, হোসেই বিশ্ববিদ্যালয়, টোকিও, জাপান থেকে বাস্তব জীবনে রোবটের ব্যাবহারের ওপর বক্তব্য রাখেন

অনুষ্ঠানে প্রিন্সিপাল বলেন, সত্য মানসিকতা নিয়ে কাজ করতে হবে এবং দেশের উন্নতির পিছনে এই টেকনোলজির সঠিক ব্যাবহার করতে হবে

অনুষ্ঠানটির দ্বিতীয় পর্যায়ে হিউম্যানয়েট রোবট, ড্রোন বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করা হয় টেকনিক্যাল ডিরেক্টর আহসানুল আকিবের নেতৃত্বে টেকনিক্যাল টিমের সদস্যরা হাতে কলম রোবট তৈরি করা শেখান

Bootstrap Image Preview