Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জাবির ভূগোল ও পরিবেশ বিভাগে তালা দিয়েছে শিক্ষার্থীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৯ PM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৯ PM

bdmorning Image Preview


জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল পরিবেশ বিভাগের শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জনের প্রতিবাদে বিভাগের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে বিভাগটির শিক্ষার্থীরা।

রবিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা বিভাগের সামনে জড়ো হয় এবং এক পর্যায়ে শিক্ষকদের ভেতরে রেখেই বিভাগে তালা লাগিয়ে দেয় উত্তেজিত শিক্ষার্থীরা এরপর তারা বিভাগের সামনে অবস্থান করে স্লোগান দিতে থাকে

বিভাগের একাডেমিক সভা অনুষ্ঠিত না হওয়ার অভিযোগে গত সেপ্টেম্বর থেকে ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেয় বিভাগটির অধিকাংশ শিক্ষক ফলে বন্ধ হয়ে যায় বিভাগের সকল একাডেমিক কার্যক্রম

এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকদের মধ্যকার দ্বন্দ্বের জের ধরে তারা শিক্ষার্থীদের জিম্মি করে রেখেছে শিক্ষকদের সিদ্ধান্তের ফলে সংকটের মুখে পড়েছে বিভাগটির প্রায় সাড়ে তিনশ' শিক্ষার্থীর শিক্ষাজীবন ক্লাস-পরীক্ষায় ফিরে যাওয়ার লিখিত আশ্বাস না দেয়া পর্যন্ত তারা তালা খুলবে না বলে জানায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

ব্যাপারে বিভাগের সভাপতি অধ্যাপক মোঃ মনজুরুল হাসান বলেনআমি সকালে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তাদের মতামত নিয়েছি তবে শিক্ষকরা ক্লাস-পরীক্ষা নিতে চাচ্ছেন না। যদি কোন শিক্ষক ক্লাস-পরীক্ষা না নেন তাহলে আমার কিছু করার থাকে না।

তিনি আরও বলেনআমি প্রয়োজনমতো উপযুক্ত সময়ে একাডেমিক সভা আহ্বান করার প্রতিশ্রুতি দিয়েছিলাম তবে আগামীকাল সোমবার সকাল ১১টায় জরুরি একাডেমিক সভা আহ্বান করেছি

উল্লেখ্য, গত ২২ জুলাই হাইকোর্টের নির্দেশে ২৬ জুলাই অধ্যাপক মোঃ মনজুরুল হাসান বিভাগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি কোন একাডেমিক সভা আহ্বান করেননি

Bootstrap Image Preview