Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফিলিপাইনে টাইফুন 'মাংকুতর' আঘাতে নিহত ২৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪৮ AM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫২ AM

bdmorning Image Preview


ফিলিপাইনের উত্তরাঞ্চলে টাইফুনমাংকুতেরআঘাতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জন ফিলিপাইনের প্রধান দ্বীপ লুজনের কর্দিলিয়ারা অঞ্চলে, চারজন নুয়েভো ভিজকাইয়া প্রদেশের আশপাশ এবঙ অন্যজন ইলোকস সুরপ্রদেশে নিহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রপতির উপদেষ্টা ফ্রান্সিস তোলেন্তিনো রোববার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানিয়েছেন, কর্দিলিয়ারা ও নুয়েভো ভিজকাইয়ায় নিহতদের অধিকাংশই ভূমিধসের শিকার হয়েছেন। ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ করছে দেশটির কর্মকর্তারা।

এরইমধ্যে কয়েক লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ।

এব্যাপারে ফিলিপাইন আবহাওয়াবিদরা জানিয়েছেন, ফিলিপাইনের উত্তর-পূর্বাঞ্চলীয় কাগায়ান প্রদেশে ঝড়টি আঘাত হেনেছে। পূর্বে ঝড়টির বাতাসে গতিবেগ ঘণ্টায় ২০৫ কিলোমিটার, যা সর্বোচ্চ ২২৫ কিলোমিটার পর্যন্ত ওঠানামা করছিল।

মাংকুতর নামকরণ করা হয়েছে থাই ফলমাংতিনথেকে। এটি ফিলিপাইনে চলতি বছর আঘাত হানতে যাওয়া ১৫তম সামুদ্রিক ঝড়।

এর আগে দেশটিতে আঘাত হানা শক্তিশালী সামুদ্রিক ঝড়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিলো ২০১৩ সালেরহাইয়ান। সে সময় প্রায় সাড়ে ৭ হাজার মানুষের প্রাণহানির খবর জানা যায়।

 

Bootstrap Image Preview