Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইদলিবে উগ্র সন্ত্রাসী তৎপরতায় উদ্বিগ্ন পুতিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪২ PM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪২ PM

bdmorning Image Preview


সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে উগ্র সন্ত্রাসীদের তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে রাশিয়ার রিয়া নিউজ এ খবর দিয়েছে।

গতকাল (শুক্রবার) রুশ নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে সিরিয়ার ইদলিব পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট পুতিন আলোচনা করেছেন।

তিনি বলেন, “ইদলিবের সমস্ত সন্ত্রাসী এখন ওই প্রদেশের ‘নিরাপদ অঞ্চলে’ জড়ো হয়েছে এবং তারা যুদ্ধবিরতিতে বিঘ্ন সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এছাড়া, সন্ত্রাসীরা রাসায়নিক অস্ত্র ব্যবহারসহ নানা ধরনের উসকানি দিচ্ছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে রাশিয়ার রিয়া নিউজ এ খবর দিয়েছে।

সিরিয়ার বেশির ভাগ এলাকা সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করা হলেও ইদলিব প্রদেশে সন্ত্রাসীদের শক্ত অবস্থান রয়েছে। সেখানে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সিরিয়া ও মিত্র সেনারা।

Bootstrap Image Preview