Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দেশকে উন্নত জায়গায় নিতে আমাদের দরকার আধুনিক জ্ঞান, প্রযুক্তিঃ শিক্ষামন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫৭ AM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৪ AM

bdmorning Image Preview


বঙ্গবন্ধুকে বাদ দিয়ে আমরা কিছুই ভাবতে পারি না। তার ভাবনাগুলোকে সামনে নিয়ে এগিয়ে গেলে আমাদের দেশের উপকার হবে। আমরা সকল নাগরিককে একটা পর্যায় পর্যন্ত শিক্ষিত হওয়ার সুযোগ করে দিবো এবং পাশাপাশি ট্রেড শিক্ষাও দেয়া হবে যাতে তারা দক্ষ হয় এবং বেকার না থাকে। তবে দেশকে উন্নত জায়গায় নিতে হলে আমাদের দরকার আধুনিক জ্ঞান, প্রযুক্তি ও যোগ্যতা। আর এইটার সুযোগ সৃষ্টি করাই হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর লক্ষ্য।

আজ শনিবার জাতীয় শিক্ষা দিবস-২০১৮ উপলক্ষে বাংলাদেশ আ.লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটি আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষামন্ত্রী বলেন, আজকের এই শিক্ষার উপলক্ষ হচ্ছে শিক্ষা দিবস। আগে শিক্ষিত বলা হত বিএ পাস যারা করতো। কিন্তু এখন ঘরে ঘরে অনার্স পাশ ছেলে মেয়ে আছে। এখান থেকেই বোঝা যায় যে, শিক্ষার প্রসার হচ্ছে। তবে হ্যাঁ দেশে বেকার আছে। কারণ সবার ডিগ্রি থাকলেও কাজের উপর কোন দক্ষতা নেই । মেধাবী মানে শুধু এমএ পাশ হওয়া না। নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলা। সেজন্য আমাদেরকে কারিগরি শিক্ষার দিকে নজর দিতে হবে। এরপর তিনি আগের শিক্ষা নীতিগুলো নিয়ে আলোচনা করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল খালেক এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. নাসরীন আহমাদ এবং উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. খন্দকার বজলুল হক। আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব শামসুন নাহার চাঁপা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বজলুল হক তার প্রবন্ধে বলেন, সুষ্ঠু সমাজ গঠনে শিক্ষা পুঁজি বিনিয়োগ হচ্ছে শ্রেষ্ঠ বিনিয়োগ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান বলেন, বাংলাদেশ আ.লীগ নির্বাচনকে সামনে রেখে এই সেমিনার হতে পারে কি কি ভুল করলো আর কি কি সামনে আরও ভালো করা জায় জাতির জন্য ভাবার একটা সময় এবং ভুল শুধরে নেয়ার একটা সময়। গত ১০ বছরে আমাদের দেশ অনেক এগিয়ে গেছে, আমাদের মাথা পিছু আয় বেড়েছে। এর রহস্য কি? রহস্যটা হলো আমাদের দেশে জ্ঞানের প্রসার হচ্ছে।

ঢাবি প্রফেসর ড. নাসরিন আহমেদ সেমিনারে বলেছেন, বঙ্গন্ধুর সোনার বাংলা গড়তে হলে থাকতে হবে সংবেদনশীল মন এবং গণতান্ত্রিক স্পিরিট এবং দরকার প্রকৃত শিক্ষা। আর সেটা আমাদের ছেলে মেয়েদের দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর দেশের জন্য তার সর্বোচ্চ ত্যাগ করেছেন। আর তার স্বপ্ন বাস্তবায়ন করছেন তারই মেয়ে শেখ হাসিনা।

বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল খালেক এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. নাসরীন আহমাদ এবং উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. খন্দকার বজলুল হক। আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব শামসুন নাহার চাঁপা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন

Bootstrap Image Preview