Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্টামফোর্ডে দুর্নীতি বিরোধী তথ্যচিত্র নির্মাণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মামুনুর রশিদ, ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২১ AM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২১ AM

bdmorning Image Preview


স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিবিরোধী তথ্যচিত্র নির্মাণ প্রতিযোগিতা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সিদ্ধেশ্বরী ক্যাম্পাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল 'স্টামফোর্ড ইয়েস গ্রুপের' আয়োজনে এ  তথ্যচিত্র নির্মাণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে, স্বাগত বক্তব্য রাখেন স্টামফোর্ড ইয়েসের উপদেষ্টা মহসিনুল করিম। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর  এ এন এম আরিফুর রহমান বলেন, "স্টামফোর্ড ইউনিভার্সিটি তাদের শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলামে সবসময় উতসাহ প্রদান সহ বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতা করে থাকে।

আর স্টামফোর্ড ইয়েস ফোরামের দুর্নীতির বিরুদ্ধে এমন উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার''।

বিশেষ অতিথির  বক্তব্যে টিআইবি'র আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনের এর পরিচালক  শেখ মোহাম্মদ মনজুর এ আলম বলেন, একদল তরুনের দুর্নীতির বিরুদ্ধে এমন আয়োজন, সত্যি আমাকে খুবই অভিভূত করে।

এসময় আরো উপস্থিত ছিলেন, টিআইবির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার এবং স্টামফোর্ড ইয়েস এর সমন্বয়ক জাফর সাদিক,  স্টামফোর্ড সাহিত্য ফোরামের উপদেষ্টা কবি  সাকিরা পারভিন সুমা এবং স্টামফোর্ড ইয়েস গ্রুপ এর বর্তমান গ্রুপ লিডার তানভীর রেজা সহ অনেক সাধারন শিক্ষার্থী।

উল্লেখ্য, ১২ জুলাই ২০১৮ স্ট্যামফোর্ড ইয়েস গ্রুপের সকল সদস্য ও বন্ধুদের নিয়ে টিআইবি অফিস ভিডিও ডকুমেন্টারি নির্মাণ বিষয়ে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল দুর্নীতি বিরোধী আন্দোলনে এর সদস্যদের তথ্য প্রযুক্তির ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি করা।

প্রশিক্ষণের পর উপস্থিত সকল সদস্যকে প্রতি গ্রুপে মোট ৫ জন করে ১০ টি গ্রুপে ভাগ করে সর্বমোট ৫০ জন সদস্য ও ইয়েস বন্ধু ডকুমেন্টারি প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়। টিআইবি অফিস এ ইয়েস উপদেষ্টা স্ট্যামফোর্ড ই এস এর সমন্বয়ক এবং কর্মকর্তাদের নিয়ে গঠিত চার সদস্যের মূল্যায়ন দল সর্বমোট ৫০ নম্বরের ভিত্তিতে ডকুমেন্টারি মূল্যায়ন করে বিজয়ী এবং রানার আপ দল নির্বাচন করা হয়।

এতে, বিজয়ী দল হিসেবে নির্বাচিত হয় ফায়ারফ্লাই। তাদের বিষয় ছিল "ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে"। 

এবং রানারস আপ দল হিসেবে নির্বাচিত হয়েছে পঞ্চভুজ তাদের বিষয় ছিল "সমাজের কীট পতঙ্গ"।

Bootstrap Image Preview