Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে মাদকসেবীদের দৌরাত্মে বেড়েছে চুরি-ছিনতাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৯ PM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলা সদরসহ প্রত্যন্ত গ্রামীণ জনপদে মাদকসেবীদের দৌরাত্ম বেড়ে যাওয়ায় ছিচকে চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত সাত দিনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানসহ ২৫ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া দূর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে চালকের সিএনজি ও কলেজ শিক্ষকের মোটর সাইকেল।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে মাদকসেবীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। থানা পুলিশ অভিযান দিয়ে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী ও সেবীদের গ্রেফতার করছে। তারপরও থামছে না মাদক ব্যবসা ও সেবনকারীরা।

গত ৬ সেপ্টেম্বর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে সৌর বিদ্যুতের ব্যাটারী, ফ্যান, ৭ সেপ্টম্বর ভান্ডারবাড়ি বাজারে সিবলী সাদিক, মোয়াজ্জম হোসেন, জাহাঙ্গীর আলম, তানভীর আহম্মেদের ব্যবসা প্রতিষ্ঠানে, ৯ সেপ্টেম্বর ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ফিঙ্গার প্রিন্ট মেশিন চুরি হয়েছে।

একইভাবে উপজেলার গোবিন্দপুর গ্রামে হজরত আলী, হাবিবর রহমান, বেলাল হোসেন, আব্দুল লতিফ, আবু সমাহ, সেলিম রেজা, উজালশিং গ্রামে রনি মিয়া, ঠান্ডু মিয়া, সাইদুল ইসলাম, জোলাগাঁতি গ্রামে লালন, আব্দুল আলিম, শিমুলকান্দি গ্রামে সাইদুল ইসলাম, শাহজামাল, আজিবর রহমান, বেলাল হোসেন, মসলিম উদ্দিন ও ছাতিয়ানি গ্রামে মোন্নাফ আলীর বাড়িতে চুরি হয়েছে।

চোরেরা ঘরের বেড়া কেটে কিংবা সিঁধ কেটে চুরির ঘটনা ঘটিয়েছে। এ ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে সাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মালামালসহ নগদ অর্থ চুরি করেছে। গ্রামাঞ্চলের বাড়ি গুলো থেকে টেলিভিশন, মোবাইল ফোন, অটোভ্যানের ব্যাটারী, গরু ও নগদ টাকা চুরি হয়েছে।

এদিকে ১১ সেপ্টেম্বর রাতে হেলমেট পরা দূর্বৃত্তরা পিরহাটী গ্রামে তালতলা এলাকায় কুড়িগাতী গ্রামের কলেজ শিক্ষক আব্দুল মালেকের মোটরসাইকলে ছিনতাই করেছে। বথুয়াবাড়ি গ্রামের রাস্তা থেকে বাচ্চু সরকার নামে এক চালকের নিকট থেকে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই করেছে।

ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের অফিসকক্ষ থেকে ফিঙ্গার প্রিন্ট মেশিন চুরির ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। কিন্ত পুলিশ এ বিষয়টি খতিয়ে দেখছে না।

উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল বলেন, অধিকাংশ ছিচকে চুরির ঘটনা একই কৌশলে ঘটেছে। এলাকার মাদকসেবীরা নেশার টাকা জোগাড় করতে চুরির ঘটনা ঘটাচ্ছে। থানা পুলিশকে এ বিষয় গুলো জানানো হয়েছে।

ধুনট থানার অফিসার ইনাচার্জ (ওসি) খান মোঃ এরফান বলেন, সবগুলো চুরির ঘটার বিষয় আমার জানা নেই। তবে যে কয়টি চুরির অভিযোগ পেয়েছি তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যহত রাখা হয়েছে।

Bootstrap Image Preview