Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিদেশে ঘুরে লাভ নাই : বিএনপিকে নাসিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৫ AM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৬ AM

bdmorning Image Preview


নির্বাচন কমিনশনের অধিনে নির্বাচন হবেই জানিয়ে বিএনপিকে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি বলেন, অহেতুক বিদেশে ঘুরাফেরা করে লাভ নেই। নির্বাচন যথা সময়েই হবে।

বৃহস্পতিবার(১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর সাগর-রুনী মিলনায়তনে এক স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা রিপোটাস ইউনিটি (ডিআরইউ) এর সাবেক সভাপতি মোস্তাক হোসেন এর মূত্যুতে এ স্বরণ সভার আয়োজন করা হয়।

তিনি বিএনপিকে উল্লেখ করে বলেন, তারা তলে তলে নির্বাচন প্রস্তুতি নিচ্ছেন এবং উপরে ফাকা আউয়াজ দিচ্ছে। অতীতেও কেউ নির্বাচন বন্ধ করতে পারেনি এখনো পারবে না।

এসময় তিনি মোস্তাক হোসেন স্মৃতিচারণ করে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

মোস্তাক হোসেন এর স্মৃতিচারণ করে ডিআরইউ এর অথ সম্পাদক মানিক মোহাম্মদ মুনতাছির বলেন, তিনি ছিলেন উদার ও সরল মনের মানুষ। শত বছর বাঁচতে চেয়েছিলেন তিনি, যদিও তিনি আমাদের মাজে নেই তবুও তিনি তার সরলতার কারণে শত শত বছর বেঁচে থাকবেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ডিআরইউ'র অথ সম্পাদক মানিক মোহাম্মদ মুনতাছির, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাবেক সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদসহ সিনিয়র সাংবাদিক নেতারা। 

 

Bootstrap Image Preview