Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মেঘনায় যাত্রীবাহী লঞ্চে আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫৩ AM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫৩ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


চাঁদপুরের সদর উপজেলায় মেঘনা-ডাকাতিয়া মোহনার টার্মিনালে রফরফ-২ নামেনামে একটি যাত্রীবাহী লঞ্চে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল ৯টা ২৮ মিনিটে  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেছেন। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৯টা ২৮ মিনিটের দিকে ২০০ যাত্রী নিয়ে লঞ্চটি ছাড়ার পরই ইঞ্জিন রুমের পাশে তেলের ড্রামে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে চাঁদপুর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা হুড়োহুড়ি করে লঞ্চ থেকে নামার চেষ্টা করেন। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পরে ওই যাত্রীরা ঈগল-৭ এ নিজস্ব গন্তেব্যের উদ্দেশে রওনা দেন।

Bootstrap Image Preview