Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারীর প্রতি সহিংসতা নিরসনে উদ্ধুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

ফারুক হাসান কাহার
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৮ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৮ PM

bdmorning Image Preview


ফারুক হাসান,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সৌহার্দ্য-৩ কর্মসূচির আয়োজনে নারীর ক্ষমতায়ন ও নারীর প্রতি সহিংসতা নিরসনে আইনি ও স্বাস্থ্য সহায়তা বিষয়ক উপজেলা সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সাথে সংলাপ ও উদ্ধুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার শাহজাদপুর উপজেলা পরিষদ হল রুমে এই আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মনজু আলম সরকার, এনডিপি সৌহার্দ্য কর্মসূচির প্রতিনিধি টিও ক্ষমতায়ন রনজিতা রানী, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সিকদার, মোহাম্মদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, ব্রাক কর্মকর্তা রুখসানা জামান কনিকা, ফিল্ড ফ্যাসালিটর শাহিনা খাতুন প্রমুখ।

ইউএসএআইডি ও বাংলাদেশ সরকার এর অর্থায়নে কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায় এনডিপি কর্তৃক বাস্তবায়িত সৌহার্দ্য-৩ কর্মসূচির আয়োজনে নারীর ক্ষমতায়ন ও নারীর প্রতি সহিংসতা নিরসনে আইনি ও স্বাস্থ্য সহায়তা বিভাগ এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও গ্রাম পর্যায়ে বিভিন্ন দলের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview