Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাইলক্সের অনুশীলনে যোগ দিতে শুক্রবার ভারতে যাচ্ছেন সেনাপ্রধান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৮ PM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১৫ AM

bdmorning Image Preview


নিজস্ব প্রতিবেদক

ভারতের পুনেতে চলমান বিমসটেকের মাল্টি ন্যাশনাল ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (MILEX) এ যোগ দিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি আগামী শুক্রবার ভারতে যাচ্ছেন।

আগামী ১৫ সেপ্টেম্বর বিমসটেকের সকল সদস্য দেশসমূহের সেনাপ্রধানদের নিয়ে গঠিত Chiefs Conclave এর অংশগ্রহণে 'Possibility of Creating Viable Regional Security Architecture to Deal with Threats–Terrorism and Transnational Crime' শীর্ষক সেমিনারে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বাংলাদেশের প্রেক্ষাপটে উক্ত বিষয়বস্তুর উপর বক্তব্য তুলে ধরবেন।

এছাড়া তিনি উক্ত অনুশীলনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সেনাবাহিনী প্রধানের আগামী ১৭ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, বে অব বেঙ্গল ইনেশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকনোমিক কোঅপারেশন-BIMSTEC এর মাইলেক্স ভারতের পুনেতে গত ১০ সেপ্টেম্বর হতে শুরু হয়েছে যা ১৬ সেপ্টেম্বর সমাপ্ত হবে।

সপ্তাহব্যাপী এ অনুশীলনে বিমসটেকের সদস্য দেশসমূহ বাংলাদেশ, ভূটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের সেনাসদস্যগণ অংশগ্রহণ করছেন।

এছাড়াও বিমসটেকের সদস্যদেশসমূহের সেনাপ্রধানদের নিয়ে গঠিত Chiefs Conclave এর অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হবে। এতে সকল সদস্য দেশের সেনাপ্রধানদের সাথে বাংলাদেশের সেনাপ্রধানও যোগদান করবে।

Bootstrap Image Preview