Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পাইকগাছায় অবৈধ ক্লিনিক মালিকের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

পাইকগাছা প্রতিনিধি
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১১ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১১ PM

bdmorning Image Preview


পাইকগাছায় চিকিৎসা সেবার নামে অবৈধভাবে আশালতা ক্লিনিক পরিচালনার অভিযোগে ভ্রাম্যমান আদালত ক্লিনিক মালিকের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।

আজ বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) ডাঃ মোঃ আব্দুল আউয়াল ক্লিনিক মালিকের এ দন্ড প্রদান করেন। এ সময় ডাঃ নজরুল ইসলাম, এসআই অসীম দাশ, আদালত সহকারী সাকিরুল উপস্থিত ছিলেন।

আটক দেবাশীষ মন্ডল রাড়ুলী ইউপি’র বাঁকার কৃষ্ণপদ মন্ডলের ছেলে।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিষেধ থাকা স্বত্বেও আশালতা ক্লিনিকটি পরিচালনা করে আসছিলেন আটক দেবাশীষ মন্ডল। তাকে বেশ কয়েকবার সতর্কবার্তা প্রদান করা হলেও দেখা যায়নি কোনো পদক্ষেপ।

ভ্রাম্যমান আদালতের মতে, এ ঘটনার মাধ্যমে উপজেলার অন্যান্য স্থানে সরকারী নীতিমালার অভাব ও শর্তভঙ্গ করে পরিচালিত ক্লিনিকগুলো সতর্ক হবে।

Bootstrap Image Preview