Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাণিজ্য সম্প্রসারণে পেট্রাপোলে দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক

শহিদুল ইসলাম
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪২ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪৭ PM

bdmorning Image Preview


শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রফতানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিদের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ ও পাসপোর্ট যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দে যাতায়াতের ব্যাপারে দুই দেশের প্রশাসনিক কর্মকর্তাদের মধ্য ফলপ্রসু আলোচনা হয়েছে।

আজ বুধবার দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভারতের পেট্রাপোল বন্দর অডিটোরিয়ামে দু দেশের প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বেনাপোল স্থলবন্দরের পরিচালক(ট্রাফিক) আমিনুল ইসলামের নেতৃত্বে ২৫ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন, বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা, বেনাপোল সিআ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সহ-সভাপতি নুরুজ্জামান, সেক্রেটারী ইমদাদুল হক লতাসাবেক সিআ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি সামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন, দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম প্রমুখ।

ভারতের পক্ষে পেট্রাপোল কাস্টমসের সহকারী কমিশনার রমেশ্বর মিনার নেতৃত্বে ছিলেন, অলইন্ডিয়া মটর কংগ্রেস ও ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর এ্যাসোসিয়েশনের সভাপতি মহেন্দ্র সিং,অলইন্ডিয়া মটর কংগ্রেসের বঁনগা শাখার সেক্রেটারী দিলিপ দাস, পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সভাপতি রাজু গোস্বামী, পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ এ্যাসোসিয়েশনে সেক্রেটারী কার্তিক চন্দ্র প্রমুখ।

জানা যায়, বেনাপোল বন্দর থেকে ভারতের বাণিজ্যিক শহর কলকাতার দূরত্ব মাত্র ৮৩ কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে প্রথম থেকেই ব্যবসায়ীদের আগ্রহ বেশি। বাণিজ্য সম্প্রসারণ ও পাসপোর্ট যাত্রীদের স্বাচ্ছন্দে যাতায়াতে দুই দেশের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়ীরা একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

এদিকে বাংলাদেশি প্রতিনিধি দল দুপুরে বেনাপোল চেকপোস্ট নোম্যান্স-ল্যান্ডে পৌছালে ভারতের পেট্রাপোল কাস্টমসের সহকারী কমিশনার রমেশ্বর মিনাসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের অর্ভ্যথনা জানান। পরে অতিথিদের পেট্রাপোল বন্দর অডিটোরিয়ামে নিয়ে যাওয়া হয়। বৈঠক শেষে বিকাল ৪টায় বাংলাদেশ প্রতিনিধি দল ফিরে আসেন।

Bootstrap Image Preview