Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাউফলে মেছো বাঘের তিনটি বাচ্চা উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩০ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩০ PM

bdmorning Image Preview


পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রাম থেকে বিলুপ্তপ্রায় মেছো বাঘের তিনটি বাচ্চা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ওই গ্রামের সেকান্দার আলী বিশ্বাস বাড়ির বাগান থেকে স্থানীয় মনির বিশ্বাস নামের এক যুবক ওই বাচ্চা তিনটি উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ধানদি গ্রামের সেকান্দার আলী বিশ্বাস বাড়ির বাগানে লতাপাতা পরিস্কার করতে গিয়ে একটি ঝোপের আড়ালে তিন মেছো বাঘের বাচ্চা দেখে পায় যুবক মনির বিশ্বাস। পরে কয়েকজন মিলে আটক করে বাচ্চা তিনটিকে। প্লাস্টিকের বস্তায় ভরে ধানদী বাজারে নিয়ে এলে স্থানীয় উৎসুক লোকজন মেছো বাঘের বাচ্চা দেখতে ভিড় জামায়।

এ সময় অর্থের প্রলোভন দেখিয়ে স্থানীয় এক প্রভাবশালী তার নিজ বাগানের জন্য যুবকের কাছ থেকে বাচ্চা তিনটি নেয়ার চেষ্টা করে। কিন্তু প্রাণী ও প্রকৃতি নিয়ে কাজ করেন ‘সেভ দি বার্ড এ্যান্ড বি’ এমন একটি বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তার চেষ্টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বন বিভাগের কাছে রাখা হয়।

বেসরকারি প্রতিষ্ঠান সেভ দি বার্ড এ্যান্ড বি’র পরিচালক এমএ বাশার বলেন, এ ধরনের প্রাণী প্রায় বিলুপ্ত। এ সকল প্রাণীর সংরক্ষণের জন্য সরকারের আরও দায়িত্বশীল হওয়া দরকার, দরকার জনসচেতনতা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে জানান, শাবক তিনটিকে উদ্ধারে ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিস্ট দফতরের মাধ্যমে পরিচর্যার পর অবমুক্ত করা হবে।

Bootstrap Image Preview