Bootstrap Image Preview
ঢাকা, ২৪ রবিবার, ফেব্রুয়ারি ২০১৯ | ১২ ফাল্গুন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

স্ত্রীর মৃত্যু: প্যারোলে মুক্তি পেলেন নওয়াজ ও তার মেয়ে

মোঃ আকরাম হোসেন
সাব এডিটর
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৬ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৬ PM

bdmorning Image Preview


স্ত্রীর মৃত্যুতে কয়েক ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তার মেয়ে মরিয়ম বুধবার কারাগার থেকে প্যারোলে তাদের মুক্তি দেয়া হয়

মঙ্গলবার লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নওয়াজের স্ত্রী কুলসুম নওয়াজ তার দাফনে অংশ নেয়ার জন্যই তাদের মুক্তি দেয়া হয়

পাকিস্তানের টেলিভিশন চ্যানেলজিও টিভিতে প্রচারিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, কড়া নিরাপত্তার ভেতর দিয়ে নওয়াজ শরিফ ইসলামাবাদের বিমানবন্দরে হেঁটে যাচ্ছেন সেখান থেকে তিনি লাহোরের বাড়িতে যাবেন

সাবেক এই প্রধানমন্ত্রী তার মেয়ে মরিয়মকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়া হয়েছে কিন্তু কুলসুমের লাশ আগামীকাল বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে এসে পৌঁছানোর কথা পরের দিন শুক্রবার যেন দাফনে নওয়াজ মরিয়ম অংশ নিতে পারেন, সে জন্য মুক্তির সময়সীমা বাড়ানোর কথা ভাবছে পাঞ্জাব প্রদেশের সরকার

প্রাদেশিক আইনমন্ত্রী মুহাম্মাদ রাজা বাসারাত বলেন, প্রাথমিকভাবে ১২ ঘণ্টার জন্য প্যারোলে তাদের মুক্তি দেয়া হয়েছে কিন্তু পাঞ্জাব সরকারের কাছে পাঁচ দিনের প্যারোলের আবেদন জানিয়েছেন তারা আমরা বিষয়টি বিবেচনা করছি

Bootstrap Image Preview