Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তানু ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪০ AM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪০ AM

bdmorning Image Preview


শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরে কলেজছাত্রী সামসুন্নাহার তানু ধর্ষণ হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত

বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান রায় দেন

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেনশরীয়তপুর সদর উপজেলার চরসন্দী গ্রামের কাদের তালুকদারের ছেলে রেজাউল করিম সুজন (২৪), মজিবর রহমান পেদার ছেলে সাইফুল ইসলাম পেদা (২২) মান্নান মাদবরের ছেলে দুলাল মাদবর (২২)

 

মামলার বিবরণ থেকে জানা যায়, শরিয়তপুর পৌরসভার দ‌ক্ষিণ বালুচড়া গ্রা‌মের ইচাহাক মোল্লার স্ত্রী সামসুন নাহার তানু‌ ২০১৪ সালের ১৭ আগস্ট বি‌কেলে বাড়ি থেকে প্রাইভেট পড়‌তে বের হয়। এরপর আর সে বাসায় ফেরেনি। এ ঘটনায় পরের দিন শরীয়তপুর ম‌ডেল থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। প‌রে প্রযু‌ক্তির সহায়তায় রেজাউল ক‌রিম সুজন তালুকদার না‌মে এক যুবক‌কে আটক ক‌রে পু‌লিশ।

প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে সুজন স্বীকার ক‌রে যে, তানু‌কে সাইফুল ইসলাম ও দুলাল ফুস‌লি‌য়ে নি‌য়ে যায়। প‌রে সুজন তা‌কে বি‌ভিন্ন স্থা‌নে নি‌য়ে ধর্ষণ ক‌রে। এরপর তিনজন মিলে ১৮ আগস্ট সদর উপজেলার ধানুকা গ্রামের না‌সির উদ্দিন কালু সরদা‌রের বা‌ড়ির পিছ‌নের বাগা‌নে নিয়ে তা‌নুকে হত্যা ক‌রে। প‌রে ইট বেঁধে লাশ পা‌শের ডোবায় ফেলে দেয়।

Bootstrap Image Preview