Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুয়াকাটা সৈকত রক্ষায় পটুয়াখালীতে মানববন্ধন

জাহিদ রিপন
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৮ AM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৯ AM

bdmorning Image Preview


পটুয়াখালী প্রতিনিধি:

কুয়াকাটা সৈকত রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

আজ বুধবার সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে সকালে পটুয়াখালী পৌরসভার সামনে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

সনাক পটুয়াখালী জেলার সভাপতি পিযূষ কান্তি হরি’র সভাপতিত্বে মানববন্ধনে, সনাক ও ইয়েস গ্রুপের সদস্যরা ছাড়াও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সাগরকন্যা কুয়াকাটা দক্ষিনের জনপদের অন্যতম পর্যটন কেন্দ্র। কিন্তু ভাঙনের কারনে বিপর্যস্ত হয়ে পড়েছে কুয়াকাটা সৈকত। দ্রুত ভাঙন রোধ করা সম্ভব না হলে কুয়াকাটা পর্যটন কেন্দ্রকে ঘিরে সমগ্র দক্ষিণাঞ্চলের পর্যটন ব্যবসার মুখ থুবড়ে পড়বে।

এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপের মধ্য দিয়ে প্রস্তাবিত সৈকত রক্ষা প্রকল্পের দ্রত বাস্তবায়নের দাবি জানান। মানববন্ধন শেষে কুয়াকাটা সৈকত রক্ষায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Bootstrap Image Preview