Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধ, আহত ১

হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৯ AM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১০:০০ AM

bdmorning Image Preview


দিনাজপুরের ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের জের ধরে মোহাম্মদ হোসেন নামে এক কসমেটিকস ব্যবসায়ীকে মারপিট করার ঘটনা ঘটেছে এই ঘটনায় গুরুতর আহত হন তিনি।

এ ঘটনায় দু'পক্ষের পাল্টাপাল্টি থানায় অভিযোগ দায়ের করেছে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় পৌর শহরের গিফট হাউজ নামে কসমেটিকের দোকানে এই মারপিটের ঘটনা ঘটে। আহত মোহাম্মদ হোসেন পৌর এলাকার চকচকা গ্রামের মৃত আব্দুল মতিন এর ছেলে।

আহত মোহাম্মদ হোসেনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঐ রাতেই রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

উভয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, চকচকা মৌজার এক শতক জমি নিয়ে দীর্ঘদিন থেকে চকচকা গ্রামের মৃত জেহের উদ্দিন মন্ডলের ছেলে ব্যবসায়ী ছামসুল হক মন্ডলের সাথে মোহাম্মদ হোসেনের সাথে বিরোধ চলে আসছিল। 

এরই মধ্যে ১১ সেপ্টেম্বর কসমেটিকস ব্যবসায়ী মোহাম্মদ হোসেন তার বাড়ি প্লাস্টার করতে গিয়ে, ব্যবসায়ী ছামসুল হক মন্ডলের রাবিয়া কমিনিউটি সেন্টারের ভিতর মিস্ত্রিরা কাজ করে ময়লা ফেলে। এই ঘটনায় ছামসুল হক মন্ডল মোহাম্মদ হোসেন ব্যবসাকেন্দ্রে এসে প্রতিবাদ জানালে, ছামসুল হক মন্ডলের সাথে মোহাম্মদ হোসেনের বাক-বিতর্ক সৃষ্টি হয়। পরে ধাক্কা-ধাক্কি শুরু হলে, ছামসুল হক মন্ডলের ছেলে বাবু এসে মোহাম্মদ হোসেনকে মারপিট করে। এই ঘটনায় মোহাম্মদ হোসেন আহত হয়।

ব্যবসায়ী মোহাম্মদ হোসেন বলেন, তার বাড়ি প্লাস্টার করতে সামান্য ময়লা ছামসুল মন্ডলের কমিনিউটি সেন্টারে পড়ার কারণে তারা আমার দোকানে এসে হামলা করেছে এবং মারপিট করেছে।

এদিকে ব্যবসায়ী ছামসুল হক মন্ডল বলেন, কসমেটিকস ব্যবসায়ী তার খরিদকৃত এক শতক জায়গা দখল করার জন্য দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র করছে। এখন ময়লা ফেলে তার ব্যবসাকেন্দ্র কমিনিউটি সেন্টার বন্ধ করার ব্যবস্থা করছে।

এই ঘটনার প্রতিবাদ করতে আসায় মোহাম্মদ হোসেন তার সাথে দুরব্যবহার করায় এই মারপিটের ঘটনা ঘটেছে। এদিকে দুই ব্যবসায়ীর মারপিটের ঘটনা শহরে চাঞ্চলকর হয়ে উঠেছে।

এ বিষযে ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই ঘটনায় উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview