Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

৩ ঘণ্টার মধ্যে গুজব শনাক্তঃ তারানা হালিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩৯ AM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩৯ AM

bdmorning Image Preview


তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন ফেসবুকে মিথ্যা কোনো পোস্ট দিলে ৩ ঘণ্টার মধ্যেই জানানো হবে এটি গুজব। এ জন্য চলতি মাসের শেষ দিকে তথ্য অধিদফতরের অধীনে গুজব শনাক্তকরণ ও নিরসন কেন্দ্র’ স্থাপন করা হবে।

বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিহত করতে গুজব শনাক্তকরণ ও নিরসন সেল দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করবে। 

প্রতিমন্ত্রী আরও বলেন, এছাড়া আমরা একটি নম্বর দেয়ারও চেষ্টা করছি। এই নম্বরটি সব সাংবাদিকদের কাছে থাকবে। আমরা স্বপ্রনোদিত হয়েই (সুয়োমুটো) আপনাদের কাছে সংবাদটি (গুজব সংক্রান্ত সংবাদ) পৌঁছে দিতে চাই।

তারানা হালিম বলেন, যেকোনো গুজব অসুন্ধানে তথ্য সেল গঠন করা হবে। আট ঘণ্টা করে তিনটি শিফটে মোট ২৪ ঘণ্টা মনিটরিংয়ে রাখা হবে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রতিটি শিফটে সাত জন করে কাজ করবে। কোনো গুজব পাওয়া গেলে ৩ ঘণ্টার মধ্যে এর সত্যতা সম্পর্কে গণমাধ্যমে জানানো হবে।

বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচার শুরুর কথা উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সাফ ফুটবল সম্প্রচার করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এই টুর্নামেন্টের খেলা সম্প্রচার করেছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন যেকোনো সম্প্রচারের সক্ষমতা অর্জন করেছে।এ কারণে দেশের সবগুলো বেসরকারি টেলিভিশন চ্যানেলকে এই স্যাটেলাইটের সেবা নিতে এরই মধ্যে চিঠি দেয়া হয়েছে।

তারানা হালিম জানান, বিটিভি প্রতিবছর স্যাটেলাইট ফি দিত ছয় কোটি টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারে যাওয়ায় এ টাকা এখন সাশ্রয় হবে।  
 

Bootstrap Image Preview