Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ট্রেনযাত্রার পর এবার আওয়ামী লীগের লঞ্চযাত্রা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১০ AM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১০ AM

bdmorning Image Preview


গত ১০ বছরের আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতি সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যকে সামনে রেখে ট্রেনযাত্রার পর এবার লঞ্চযাত্রা করেবে আ.লীগ।

আগামী জাতীয় প্রাক-নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ভিন্নধর্মী এসব কর্মসূচিতে নির্বাচনের আগে তৃণমূল আরো শক্তিশালী এবং ঐক্যবদ্ধ হবে বলে দলের নেতারা আশা করছেন।

এর আগে গত শনিবার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে উত্তরাঞ্চলের জেলাগুলোতে ট্রেন যাত্রার মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের সাংগঠনিক প্রচারণা।

আওয়ামী লীগ নেতাদের দাবি, এ যাত্রায় তৃণমূলের প্রায় ১০ লাখ মানুষের কাছে উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণা ছাড়াও নির্বাচনকে সামনে রেখে দলের তৃণমূলকে প্রয়োজনীয় দিকনিদের্শনা দেয়া সম্ভব হয়েছে।

এরই ধারাবাহিকতায় ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার লঞ্চযোগে বরিশালের উদ্দেশে নির্বাচনী সফর করবে আওয়ামী লীগ।

ক্ষমতাসীন দলটির নীতিনির্ধারকা জানায়, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণার পাশাপাশি নির্বাচনের আগে দলীয় কোন্দল মিটিয়ে একসঙ্গে নৌকার পক্ষে কাজ করতে দলীয় নেতাকর্মীদের নিদের্শনা দেয়া হবে সাংগঠনিক এসব সফরে।

 

Bootstrap Image Preview