Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বান্ধবীদের নিয়ে আড্ডা, কলেজছাত্রের কারাদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪২ AM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪২ AM

bdmorning Image Preview


বরিশালে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদন কেন্দ্রে অবস্থান করায় ৫ ছাত্রী এবং ১ ছাত্রকে আটক করেছে পুলিশ। পরে মো. হীরা (১৭) নামে এক কিশোরকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ ছাত্রীর কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সরকারী বাংলো সংলগ্ন বঙ্গবন্ধু উদ্যান থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৪ ছাত্রী নগরীর বেগম তোফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের এবং অপরজন শহীদ আলতাফ মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থী।

কোতয়ালী মডেল থানা পুলিশ জানায়, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান দুপুরে বাসভবনে প্রবেশকালে চার শিক্ষার্থীকে বঙ্গবন্ধু উদ্যানের পাশে আড্ডা দিতে দেখেন। এরই পাশে আলতাফ মেমোরিয়াল স্কুলের এক ছাত্রীকে এক যুবকের সাথে আপত্তিকর অবস্থায় দেখে জেলা প্রশাসক পুলিশে খবর দেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের ৪ ছাত্রী ও শহীদ আলতাফ মেমোরিয়াল স্কুলের এক ছাত্রী এবং ঝালকাঠীর নলছিটির মো. হীরা সরদারকে আটক করে। 

আটক ৫ ছাত্রীকে স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রধানের কাছে এবং হীরাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করে পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী আটক হীরাকে ১৭ দিনের কারাদণ্ডের আদেশ দেন। 

তিনি বলেন, ক্লাস ফাঁকি দিয়ে হীরা ও তার বান্ধবীরা দুপুরে ডিসির লেকে আড্ডা দিচ্ছিল। পরে ওই কিশোরকে কারাদণ্ড এবং ওই ছাত্রীদের মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

Bootstrap Image Preview