Bootstrap Image Preview
ঢাকা, ২২ শুক্রবার, ফেব্রুয়ারি ২০১৯ | ১০ ফাল্গুন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ম্যাকগ্রাকে সরিয়ে শীর্ষে অ্যান্ডারসন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২১ AM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৫ AM

bdmorning Image Preview


গ্লেন ম্যাকগ্রাকে টপকে টেস্ট ক্রিকেটে পেস বোলার হিসেবে সর্বাধিক উইকেটের মালিক হলেন জিমি। মঙ্গলবার কেনিংটন ওভালে মোহম্মদ শামির উইকেট নিয়ে কিংবদন্তি অজি পেসারকে টপকে যান অ্যান্ডারসন।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে উইকেট শিকারির বিচারে এই মুহূর্তে চার নম্বরে রয়েছেন জিমি। তাঁর আগে রয়েছেন মুথাইয়া মুরলীধরন (৮০০), শেন ওয়ার্ন (৭০৮) এবং অনিল কুম্বলে (৬০৯)। আর অ্যান্ডারসনের উইকেট সংখ্যা ৫৬৪। তবে জিমির আগে যাঁরা রয়েছে তাঁরা তিনজনই স্পিনার। সুতরাং পেস বোলার হিসেবে ম্যাকগ্রাকে টপকে শীর্ষে ওঠেন ডানহাতি ইংরেজ পেসার।

এদিন শামির উইকেট নিয়ে ভারতের ইনিংসে যবনিকা টানার পাশাপাশি মাইলস্টোনে পৌঁছন অ্যান্ডারসন। শামি প্যাভিলিয়নে ফেরার সঙ্গে সঙ্গে ওভাল টেস্ট ১১৮ রানে জিতে নেয় ইংল্যান্ড। সেই সঙ্গে ৪-১ পাঁচ টেস্টের সিরিজ জেতে রুটবাহিনী। ৪৬৪ রান তাড়া করতে নামা ভারত সোমবার দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ২ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে। সেখান থেকে লোকেশ রাহুল প্রথমে অজিঙ্কা রাহানে এবং পরে ঋষভ পন্তের সঙ্গে সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে ভারতীয় ইনিংসের হাল ধরেন। রাহুল ও পন্তের দুরন্ত সেঞ্চুরি ভারত লড়াই করলেও ম্যাচ বাঁচানো সম্ভব হয়নি।

অ্যান্ডারসনের ৫৬৪টি উইকেট এসেছে ১৪৩টি টেস্ট এবং ২৬৭টি ইনিংসে। সেরা বোলিং গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৪২ রানে সাত উইকেট নিয়েছিলেন জিমি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছেন অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিশ্বের মাত্র ছ'জন বোলার এই মাইলস্টোনে পৌঁছন।

সোমবার একই ওভারে শিখর ধাওয়ান ও চেতেশ্বর পূজারার উইকেট নিয়ে ম্যাকগ্রার রেকর্ড ছুঁয়েছিলেন অ্যান্ডারসন। এদিন শামির উইকেট নিয়ে ম্যাগ্রাকে টপকে যান জিমি। সেই সঙ্গে ওভালে ১১৮ রানে টেস্ট ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।

Bootstrap Image Preview