Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাউফলে ৪ দিন ধরে যুবক নিখোঁজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৯ PM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৯ PM

bdmorning Image Preview


পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলের সূর্য্যমনি ইউনিয়নের নুরাইনপুর গ্রামের মো. সাখাওয়াত হোসেন (২৫) নামে এক যুবক গত শনিবার থেকে নিখোঁজ। সাখাওয়াত ওই গ্রামের মিনহাজ হাওলাদারের ছেলে। সে ভোলা জেলার বোরহানউদ্দিনে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাখাওয়াত চার সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে বাউফল উপজেলার সানেশ্বর গ্রামের শশুর মজনু মীরের বাড়ি থেকে লঞ্চে করে কর্মস্থল ভোলার বোরহানউদ্দিনে যান। গত শনিবার বিকেলে বাড়ি আসার উদ্দেশ্যে রোবহানউদ্দিনের গঙ্গাপুর লঞ্চঘাট থেকে ঢাকাগামী গাজী সালাউদ্দিন নামে লঞ্চে ওঠেন। লঞ্চ থেকে রাত পৌনে আটটার দিকে তার স্ত্রী মোসা. কলি আক্তারের সঙ্গে মুঠোফোনে কথা বলেন এবং তাকে (সাখাওয়াত) এগিয়ে নেওয়ার জন্য বাউফলের ধুূলিয়া লঞ্চঘাটে লোক পাঠানোর জন্য স্ত্রীকে বলেন।

পরে তার কথা অনুযায়ী তার এক স্বজনকে ধূলিয়া লঞ্চঘাটে পাঠানো হয়। কিন্তু গাজী সালাউদ্দিন ধূলিয়া লঞ্চঘাটে ভিড়লেও সাখাওয়াতকে খূঁজে পাওয়া যায়নি। পরে তার (সাখাওয়াত) মুঠোফোনে কল করলে বন্ধ পাওয়া যায়। এরপর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ সাখাওয়াতের মেঝ ভাই অনিচুর রহমান বলেন, সাখাওয়াত লঞ্চ থেকে পড়ে যেতে পারে এমন ধরণা করে আমরা গত তিনদিন পর্যন্ত ট্রলার ভাড়া করে বিভিন্ন পয়েন্টে খোঁজ করছি। মাইকিং করে করেছি। কিন্তু এখন পর্যন্ত খোঁজ পাইনি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, বিষয়টি শুনে বোরহানউদ্দিন থানায় জানানো হয়েছে। অনুসন্ধান অব্যাহত আছে।

Bootstrap Image Preview