Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিদ্যুৎ বিভ্রাটে স্থগিত হলো সংসদ অধিবেশন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৮ PM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৮ PM

bdmorning Image Preview


বিদ্যুৎ বিভ্রাটে  কারণে মঙ্গলবার শুধু প্রশ্নোত্তরপর্ব শেষ করে সংসদের অধিবেশন বুধবার বিকাল ৫টা পর্যন্ত মুলতবি করা হয়্ মুলতবি করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া

মঙ্গলবার বিকাল পৌনে ৪টার পরে সংসদ ভবন এলাকার বিদ্যুৎ বিভ্রাট হয় এসময় সংসদ ভবনের অধিকাংশ ব্লক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল

সংসদ অধিবেশন ৫টায় শুরুর কথা থাকলেও বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে জেনারেটর দিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে তা শুরু হয় ১০ মিনিট পর

মাগরিবের নামাজের আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রশ্নোত্তর পর্ব শেষ হলে তখন সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার দিনের অন্যান্য কার্যসূচি স্থগিত করেন

পরে ফজলে রাব্বী মিয়া সাংবাদিকদের বলেন, “মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রে সমস্যার কারণে সংসদে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে এটা ডিজাস্টার এই কারণে অধিবেশন মুলতবি করা হয়

অধিবেশন মুলতবি ঘোষণার পর অবশ্য সন্ধ্যা সোয়া ৭টার দিকে সংসদ ভবনের বিভিন্ন ব্লকে বিদ্যুৎ ফিরতে শুরু করে

সংসদ ভবন এলাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসিপ্রকৌশল বিভাগের নির্বাহী পরিচালক মো. রমিজ উদ্দিন সরকার জানান, পাওয়ার গ্রিড কোম্পানির ১৩২ কেভি গ্রিড লাইনট্রিপকরার কারণে মূলত বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছিল ডিপিডিসির কোনো সমস্যা ছিলনা

বিকাল ৫টার সময় পিজিসিবির লাইনে আগারগাঁওয়ের কাছে সমস্যা দেখা দেয় আধা ঘণ্টার মধ্যেই তা সমাধান করা হয়েছিল

সংসদের বৈঠকে মঙ্গলবার প্রশ্নোত্তর পর্ব ছাড়াও জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিস, তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, দুটি বিল নিয়ে স্থায়ী কমিটির প্রতিবেদন, একটি বিল উত্থাপন এবং একটি বিল পাসের কর্মসূচি ছিল

Bootstrap Image Preview