Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঋণ দেয়া নিয়ে বিরোধ, আহত ২

মো:হারুন-উর-রশীদ 
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৪ PM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৪ PM

bdmorning Image Preview


ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে ঋণ দেয়া নিয়ে বিরোধের জের ধরে বেসরকারী সংস্থা ব্রাক এর মাঠকর্মীর সাথে ঋণ গৃহিতার সংঘর্ষে ব্রাকের মাঠকর্মীসহ উভয় পক্ষের দুইজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামে সন্ধায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উভায় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছেন।

সংঘর্ষে আহতরা হলেন, ব্রাকের মাঠকর্মী মিমি আক্তার (৩৫) ও ঋণ গ্রহনের জন্য আবেদনকারী উত্তর সুজাপুর গ্রামের আয়নুল ইসলামের স্ত্রী শাহানাজ বেগম পুতুল (৪৫)। চিকিৎসকরা বলছেন শাহানাজ বেগম পুতুলের মাথা ফেটে গেছে, এজন্য তার মাথায় চারটি সেলাই দেয়া হয়েছে।

ব্রাকের মাঠ কর্মকর্তা মিমি আক্তার বলেন, সোমবার সন্ধায় উত্তর সুজাপুর গ্রামের ছামিউলের বাড়ি থেকে ঋণের কিস্তি নিয়ে অফিসে ফেরার পথে শাহানাজ বেগম পুতুলসহ তার আত্মীয় স্বজনেরা ঋণের বিষয় নিয়ে চড়াও হয়। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে তার উপর হামলা করে এবং কিল ঘুষি দিয়ে তাকে চরম আহত করে, এসময় তার সহকর্মী স্বাধীন ইসলাম সমিতির অন্য সদস্যদের সহতায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঋণ আবেদনকারী শাহানাজ বেগম পুতুল বলেন, মিমি আক্তার তাকে ঋণ দেয়ার কথা বলে তার ছেলের জন্ম সনদসহ সঞ্চয় ও ডিপিএস এর টাকা নেয়, এরপর চার থেকে পাঁচ মাস বিভিন্ন অজুহাতে ঘোরানোর পরও তাকে কোন ঋন দেয়নি এবং জন্ম সনদ ও টাকা ফেরত দেয়নি। এ ঘটনা নিয়ে মাঠকর্মী মিমি আক্তারের সাথে বাক-বিতন্ডা শুরু হলে, মিমি আক্তার ও তার সহকর্মীর সাথে থাকা স্বাধীন ইসলামসহ তাকে মারধর করে চরম আহত করে।

এই বিষয়ে ব্রাকের ফুলবাড়ী উপজেলা শাখা ম্যানেজার আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শাহানাজ বেগম পুতুল ঋনের জন্য আবেদন করার পর ওই এলাকায় খোজ খবর নিয়ে দেখা যায়, শাহানাজ বেগম ঋণ নিয়ে সময়মত ঋনের কিস্তি পরিশোধ করেন না, তাই তাকে ঋণ দেয়া হয়নি। এই ঘটনার জের ধরে শাহানাজ বেগম গত সোমবার মাঠকর্মী মিমি আক্তারের উপর হামলা করেছে।

এই বিষয়ে ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব এর সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview