Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রিমান্ডে নেওয়া ১২ শিক্ষার্থীর মুক্তির দাবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৯ PM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪৫ PM

bdmorning Image Preview


রিমান্ডে নেওয়া নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী ১২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ও সভাপতি এম হাফিজউদ্দিন খান সাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

এতে বলা হয়, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় ১২ শিক্ষার্থীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে শিক্ষার্থীদের আদালতে হাজির না করে চারদিন ধরে অন্যায়ভাবে আটক রাখা ও তাদের নির্যাতনের অভিযোগ করেন আটককৃত শিক্ষার্থীদের অভিভাবকরা।

বিবৃতিতে আইন ও সংবিধান যেখানে নাগরিকের অবাধ চলাফেরা, শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া, চিন্তা ও বিবেকের স্বাধীনতা তথা বাক স্বাধীনতার নিশ্চয়তার  বিষয় উল্লেখ করে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেফতার এবং রিমান্ডের তীব্র নিন্দা জানায় ‘সুজন’।

শিক্ষার্থীদের রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই দাবি করে ‘সুজন’র পক্ষ থেকে বলা হয়, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ছিল অনেকটাই সুশৃঙ্খল ও যৌক্তিক আন্দোলন। সড়কে নেমে তারা দেখিয়েছে কীভাবে সড়ক ব্যবস্থা সচল রাখতে হয়। এমনকি সেই সময় আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে সড়কের শৃঙ্খলা ফেরাতে তারা পুলিশকে পথ দেখিয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল। এরকম একটি অবস্থায় শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে শিক্ষার্থীদের রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা রয়েছে বলে আমরা মনে করি না।

Bootstrap Image Preview