Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন না বাংলাদেশি যে ১২ ক্রিকেটার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৮ PM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৯ PM

bdmorning Image Preview


আসন্ন আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল)-এ  বাংলাদেশ থেকে প্লেয়ার্স ড্রাফটে জায়গা পেয়েছিলো ১৪ জন খেলোয়াড়। যাদের মধ্যে থেকে দল পেয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

নিলাম প্রক্রিয়ায় তামিম ইকবাল ছিলেন ডায়মন্ড ক্যাটাগরিতে। মুশফিক সিলভার ক্যাটাগরিতে। তাদের দুজনকে দলে ভিড়িয়েছে নঙ্গরহার দল। তামিম-মুশফিকদের দলে আইকন খেলোয়াড় হিসেবে বেছে নেয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে।

এপিএলের প্রথম আসরের প্লেয়ার্স ড্রাফটে জায়গা মিলেছিল তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, শাহরীয়ার নাফীস, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, আবুল হাসান রাজু, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, আব্দুর রাজ্জাক ও সানজামুল ইসলামসহ মোট ১৪জন বাংলাদেশি ক্রিকেটারের।

এপিএলে আফগানিস্তানের পাঁচ প্রদেশ থেকে রয়েছেন পাঁচটি দল। দল গুলো হচ্ছে কাবুল, কান্দাহার, নঙ্গরহার, পাকতিয়া ও বালখ।

৫ অক্টোবর থেকে শুরু হয়ে ২৩ অক্টোবর পর্যন্ত মোট ১৯ দিনব্যাপী চলবে প্রতিযোগিতার এবারের আসরটি। যেখানে আয়োজিত হবে মোট ২৩টি ম্যাচ।

Bootstrap Image Preview