Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছিটকে গেলেন চান্দিমাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪৮ AM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫১ AM

bdmorning Image Preview


শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলতে গিয়ে আঙুলের এই চোটে পড়েছিলেন চান্দিমাল। সেই চোটেই আসন্ন এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন তিনি।তার স্থলাভিষিক্ত হিসেবে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা।

ইনজুরিতে পড়লেও চান্দিমালকে পর্যবেক্ষণে রেখেছিল লঙ্কান বোর্ড। কিন্তু শেষ পর্যন্ত তাকে ছাড়াই এশিয়া কাপে খেলতে হচ্ছে শ্রীলঙ্কাকে। চান্দিমালের বদলি হিসেবে ১৬ সদস্যের দলে জায়গায় দলে আসা নিরোশান ডিকভেলা সর্বশেষ গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ছিলেন।

আগামী ১৫ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ আফগানিস্তান, যাদের বিপক্ষে ম্যাচ ১৭ সেপ্টেম্বর।

Bootstrap Image Preview