Bootstrap Image Preview
ঢাকা, ১৮ সোমবার, ফেব্রুয়ারি ২০১৯ | ৬ ফাল্গুন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ক্যারিয়ারের শেষ টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে কুকের বিরল কীর্তি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৩ AM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৩ AM

bdmorning Image Preview


বিদায় অ্যালেস্টার! শুরু ও শেষ দু’ক্ষেত্রেই উচ্চস্বরে উচ্চারিত হবে কুকের নাম৷ ক্যারিয়ারের প্রথম ও শেষ টেস্টে সেঞ্চুরি করে ছুঁলেন প্রাক্তন ভারত অধিনায়ক আজহারউদ্দিনকে৷ তিনিই প্রথম ইনিংস ব্যাটসম্যান যিনি প্রথম ও শেষ টেস্ট সেঞ্চুরির নজির গড়লেন৷ কেনিংটন ওভালে ভারতের বিরুদ্ধে ক্যারিয়ারে শেষ টেস্টের প্রথম ইনিংসে হাফ–সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালেন অ্যালেস্টার কুক৷

শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারাকে টপকে বিশ্বের প্রথম বাঁ-হাতি ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ টেস্ট রানের মালিক হলেন কুক৷ একই সঙ্গে সর্বাধিক রান সংগ্রাহক হিসেবে ঢুকে পড়লেন প্রথম পাঁচে৷ কুকের আগে রয়েছেন শচীন টেন্ডুলকার (১৫,৯২১), রিকি পন্টিং (১৩,৩৭৮), জ্যাক কালিস (১৩,২৮৯) ও রাহুল দ্রাবিড় (১৩,২৮৮)৷

টেস্ট অভিষেক এবং শেষ দু’টোর ভারতের বিরুদ্ধে হল কিংবদন্তি এই ইংরেজ ব্যাটসম্যানের৷ ২০০৬ নাগপুরে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল বাঁ-হাতি ইংরেজ ওপেনারের৷ অভিষেকে টেস্টেই সেঞ্চুরি করে প্রতিভার পরিচয় দিয়েছিলেন৷ ধারাবাহিক পারফরম্যান্সের জেরে অল্প সময়ের মধ্যেই ইংল্যান্ডের নেতৃত্ব হাতে ওঠে৷ ক্যাপ্টেন হিসেবেও দারুণ সফল কুক৷ জো রুটের উত্থানে নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী ইংরেজ ব্যাটসম্যান৷ কিন্তু ভারতের চলতি সিরিজে প্রথম চারটি টেস্টে ব্যর্থতার পর পঞ্চম তথা সিরিজের শেষ টেস্টের আগেই অবসর ঘোষণা করেন ৩৩ বছরের ইংরেজ ব্যাটসম্যান৷ কিন্তু যেতে যেতেও প্রতিভার ছাপ রেখে গেলেন কুক৷ প্রথম ও শেষ টেস্টে সেঞ্চুরি করেন নজির গড়েন ধ্রুপদি বাঁ-হাতি ব্যাটসম্যান৷

কুক ছাড়া প্রথম ও শেষ টেস্টে সেঞ্চুরির নজির রয়েছে মাত্র চার ব্যাটসম্যানের৷ এঁরা হলেন ভারতের মোহম্মদ আজহারউদ্দিন (১১০ ও ১০২), অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল (১০৮ ও ১৮২), রেজিনাল্ড ডাফ (১০৪ ও ১৪৬) ও উলিয়াম পন্সপর্ড বিল পনসফোর্ড (১১০ ও ২৬৬)৷ তবে কুক হলে বিশ্বের প্রথম ব্যাটসম্যান যিনি ক্যারিয়ারের প্রথম ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলেন৷ ঘটনাচক্রে বাঁ-হাতি ইংরেজ ব্যাটসম্যানের শুরু ও শেষটা হল ভারতের বিরুদ্ধে৷ নাগপুরে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৪ রানে অপরাজিত ইনিংস খেলেন৷ আর সোমবার ওভালে ১৪৭ রানের ইনিংস খেলেন।

কুক ও রুটের ব্যাটে ওভালের বিরাটবাহিনীর সামনে হারের ভ্রুকুটি৷ ইতিমধ্যেই ভারতের সামনে ২৮৩ রানের লিড৷ ইংল্যান্ডের হাতে এখনও আট উইকেট৷ লাঞ্চে ইংল্যান্ডের স্কোর দু’ উইকেটে ২৪৩৷ তৃতীয় উইকেটে এখনও পর্যন্ত ১৮১ রানের পার্টনারশিপ গড়েছেন প্রাক্তন ও বর্তমান ইংরেজ অধিনায়ক৷ ক্যাপ্টেন রুট ৯২ রানে অপরাজিত৷

Bootstrap Image Preview