Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

'হোয়াটসঅ্যাপ' আসক্তিতে বিয়ে বাতিল করল বরপক্ষ !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫৩ PM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫৭ PM

bdmorning Image Preview


বিশ্বায়নের যুগে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার ছাড়া এক কদম চলতেও হোঁচট খায় মানুষ। এমনি এক হোঁচট খায় ভারতের উত্তর প্রদেশের আমরোহা জেলায় নওগার সাদত গ্রামে। বর আসছেন বলে অপেক্ষায় কনেপক্ষ। কিন্তু বর কোথায়?। বরপক্ষ জানিয়ে দিয়েছে, বিয়ে হবে না। কারণ, কনের বেজায় আসক্তি হোয়াটসঅ্যাপ ব্যবহারে। বিষয়টি ভারতে আলোচনার জন্ম দিয়েছে।

পুলিশ জানিয়েছে, কনে ও তার পরিবার গত বুধবার বরযাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু সঠিক সময়ে বরযাত্রী না আসায় কনের বাবা পাত্রের বাবাকে ফোন করেন। তখন পাত্রের বাবা জানিয়ে দেন তারা বিয়ে বাতিল করে দিয়েছেন। কারণ হিসেবে জানান কনের হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম করার অতিরিক্ত ঝোঁকের ফলেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। 

পাত্রপক্ষের দাবি, বিয়ের লগ্নের আগেও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করছিলেন কনে। আমরোহা পুলিশের কাছে এই অভিযোগ জানিয়েছেন পাত্রপক্ষ। যদিও পাত্রীপক্ষ এই অভিযোগ মেনে নেননি। 

এ ঘটনায় কনের বাবা উরজ মেহেন্দি বরপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন। তাঁর অভিযোগ, বিয়েতে বরপক্ষ ৬৫ লাখ রুপি যৌতুক চেয়েছিল।

আমরোহা পুলিশের সুপারিনটেনডেন্ট বিপিন টাডা বলেছেন, বরপক্ষ দাবি করেছে, তারাই বিয়েটা বাতিল করেছে। ৫ সেপ্টেম্বর বিয়ের তারিখ ছিল। কনের অতিরিক্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভ্যাস আছে। বিয়ের আগেই হবু বরের কাছে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর ঘটনাও ঘটেছে।

Bootstrap Image Preview