Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বড়পুকুরিয়ায় '১৫ দিনের মধ্যে কয়লার বাণিজ্যিক উৎপাদন শুরু'

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১২ PM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১২ PM

bdmorning Image Preview


দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু হয়েছে। উত্তোলন পর্যায়ক্রম বাড়তে থাকবে। সব ঠিক থাকলে ১৫ দিনের মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কয়লা ‘উধাওয়ের’ ঘটনার পর প্রায় তিন মাস বন্ধ থাকার পর নির্ধারিত সময়ের দু’দিন আগেই পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু হয়েছে। একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে ৮ সেপ্টেম্বর শনিবার সকাল ৬টা পর্যন্ত সময়ের মধ্যেই সাড়ে ৫০০ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছে।

এদিকে কয়লা উত্তোলন শুরু হলেও এ ব্যাপারে কিছু জানে না বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। তাই কবে নাগাদ তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হবে এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি কর্তৃপক্ষ।

এর আগে গত ১৫ জুন খনির উৎপাদনশীল ১২১০ নম্বর কোল ফেসের উৎপাদনযোগ্য কয়লার মজুদ শেষ হয়ে যাওয়ায় ১৬ জুন থেকে খনির কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। একই সময় খনির কোল ইয়ার্ড ও কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার মজুদ শূন্যের কোটায় নেমে আসে।

এর ফলে কয়লার অভাবে গত ২২ জুলাই বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। যার কারণে উত্তরাঞ্চলের ৮ জেলায় বিদ্যুতের ভয়াবহ লো-ভোল্টেজ ও লোডশেডিং সমস্যা প্রকট হয়ে ওঠে।

কয়লা ‘উধাওয়ের’ ঘটনায় গত ২৪ জুলাই খনির ১৯ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি তদন্ত করছে।

Bootstrap Image Preview