Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিদ্যুৎখাতে ৩৫ কোটি ৭০ লাখ ডলার ঋণ দিচ্ছে এডিবি, সোমবার চুক্তি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩৭ PM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩৭ PM

bdmorning Image Preview


২০২১ সালের মধ্যে বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়নের জাতীয় টার্গেট পূরণে বিদ্যুত খাতের দুটি প্রকল্পে ৩৫ কোটি ৭০ লাখ ডলারের ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ৩ হাজার কোটি টাকা।

টার্গেট পূরণে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এডিবি জানিয়েছে, সোমবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে ইআরডিতে এই চুক্তি হবে।

উচ্চ প্রযুক্তিতে বিদ্যুতশক্তি উৎপাদনের জন্য প্যাকজে ঋণের আওতায় এই ঋণের ৩৫ কোটি ডলার দেওয়া হচ্ছে এডিবির পক্ষ থেকে এবং জাপান ফান্ড ফর দ্য জয়েন্ট ক্রেডিটিং ম্যাকানিজমের (জেএফজেসিএম) দিচ্ছে ৭ লাখ ডলার।

অন্যদিকে, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন ও লিঙ্গ সমতার জন্য কোরিয়া ই-এশিয়া এন্ড নলেজ পার্টনারশিপ ফান্ড (ইএকেপিএফ) দিচ্ছে ৫ লাখ ডলার। এই সহযোগিতায় বাংলাদেশের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা আরও দক্ষ, নির্ভরযোগ্য ও পরিবেশ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

প্যাকেজ ঋণের অর্থে প্রকল্পের আওতায় বরিশাল থেকে ফরিদপুর পর্যন্ত ১২৬ কিলোমিটার (কেএম) ২৩০ কিলোভোল্ট (কেভি) ট্রান্সমিশন লাইন এবং বগুড়া থেকে রংপুর পর্যন্ত ১০৪ কেএম ৪০০ কেভি ট্রান্সমিশন লাইনের উন্নয়ন করা হবে। এর সঙ্গে সাব-স্টেশন, ট্রান্সফর্মার, এসোসিয়েট এক্সটেনশন ও কানেকশন অন্তর্ভুক্ত থাকবে।

মোট ৫৩ কোটি ২০ লাখ ডলারের এ প্রকল্পে বাংলাদেশ সরকার দেবে ১৭ কোটি ৪৫ লাখ ডলার দেবে। ২০২৩ সালের জুনে প্রকল্পটি শেষ হতে পারে বলে আশা করা হচ্ছে।

Bootstrap Image Preview