Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কিংবদন্তী রোনালদো থেকে ৪ গোল দূরে নেইমার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫৯ AM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৯ AM

bdmorning Image Preview


নেইমার ও ফিরমিনোর গোলে শনিবার প্রস্তুতি ম্যাচে সহজ জয় পেয়েছে ব্রাজিল৷ একজিভিশন ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে ২-০ হারায় সাম্বার দেশ৷ নিউজার্সির মেটলাই মিনিটে ২-০ করেন ব্রাজিলীও অধিনায়ক৷ সেই সঙ্গে দেশের হয়ে তৃতীয়ফ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই দু’টি গোল করে ব্রাজিল৷

ম্যাচের ১১ মিনিটে ডগলাস কোস্তার পাশ থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলীও তারকা ফিরমিনো৷ দ্বিতীয় গোল পেনাল্টি থেকে নেইমারের৷ ম্যাচের ৪৪ সর্বোচ্চ গোলের মালিক হন নেইমার৷ ৯১টি আন্তর্জাতিক ম্যাচে নেইমারের গোলসংখ্যা ৫৮৷ তাঁর আগে রয়েছেন দুই কিংবদন্তি পেলে (৭৭) এবং রোনালদো (৬২)৷

মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল-মার্কিন লড়াই দেখতে দর্শকদের উৎসাহ ছিল তুঙ্গে৷ ৩২,৪৬৯ জন দর্শক শুক্রবার ব্রাজিল ও মার্কিন লড়াই দেখেন৷ তবে মার্কিনদের থেকে প্রায় দশ গুণ বেশি সমর্থক ছিল স্টেডিয়ামে৷ সম্ভবত ২০২৬ বিশ্বকাপের ফাইনালেও হবে এই মেটলাইফ স্টেডিয়ামেই৷ ২০১০ এই স্টেডিয়াম উদ্বোধনের পরও মার্কিন যুক্তরাষ্ট্রকে ২-০ হারিয়েছিল ব্রাজিল৷ সেবার মাঠে ছিলেন ৭৭,২২৩ জন দর্শক৷

বেলিজিয়ামের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল৷ তার পর প্রথমবার কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে সাম্বার দেশ৷ এই জয়ের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্রাজিলের জয়ের ব্যবধান বেড়ে দাঁড়ায় ১৮-১৷ টানা ১১টি ম্যাচে জয় পেয়েছে সেলেকাওরা৷ তারা মার্কিনিদের কাছে যে ম্যাচটি হেরেছিল তা হল দু’ দশক আগে অর্থাৎ ১৯৯৮ কনকাকাফ গোল্ড কাপে৷

Bootstrap Image Preview