Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরানের ড্রোন হামলায় ইরাকে ১২ জন নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪৩ AM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪৪ AM

bdmorning Image Preview


ইরাকের কুর্দিস্তানের বসরায় রকেট ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ হামলায় ১২ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।

শনিবার বিদ্রোহীদের ওপর এ হামলায়  চালায় ইরান।

আহতদের ইরবিলের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। আহত ৩০ জনের মধ্যে কুর্দি সংগঠনের মহাসচিব মুস্তাফা মাওলুদি রয়েছেন।

এর আগে শুক্রবার কারফিউ ভঙ্গ করে বসরায় ইরানি দূতাবাস জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। তারপর এ পদক্ষেপ নেয় দেশটির সরকার।

হামলার ঘটনাটি তুলে ধরা হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনেও। তাতে বলা হয়, ডেমোক্রেটিক পার্টি অব ইরানিয়ান কুর্দিস্তানের দলীয় ভবনে হামলা চালিয়েছে। এ সংক্রান্ত ফুটেজও প্রচার করেছে তারা।

ইরাকের রাজনীতিতে নাক গলানোর অভিযোগে শুক্রবার সকালে কয়েকশ বিক্ষোভকারী ইরানি দূতাবাসটি ঘেরাও করে। পরে তারা দূতাবাসে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।

Bootstrap Image Preview