Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৪ দফা দাবিতে বাকৃবি কর্মচারীদের অবস্থান ধর্মঘট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০১৮, ০৭:২৩ PM
আপডেট: ১২ আগস্ট ২০১৮, ০৭:২৩ PM

bdmorning Image Preview


রাকিবুল হাসান, বাকৃবি প্রতিনিধিঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চারদফা দাবিতে কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং কারিগরী কর্মচারী সমিতি।

 

রবিবার (১২ আগস্ট) দুপুর ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ওই অবস্থান ধর্মঘট পালন করেন কর্মচারীরা।

দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করে দুপুর ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে একই স্থানে এসে শেষ হয়।

চার দফা দাবিগুলো হচ্ছে- এডহক ও মাস্টার রুলের কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, টাইপিস্ট পদটি পরিবর্তন করে কম্পিউটার অপারেটর পদে রুপান্তর করা, ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা এবং সকল কর্মচারীদের সাপ্তাহিক ছুটি দুই দিন কার্যকর করা।

কারিগরি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক সুলতান আহম্মদ এবং তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের ছোট ছোট গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি হাতে নেওয়া হবে বলে হুশিয়ারি দেন তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য জসিমউদ্দিন খান বলেন, একটি মামলার নিষ্পত্তি না হওয়ায় কোনো ধরণের নিয়োগে হাত দেওয়া যাচ্ছে না। অন্যান্য দাবির বেশ কিছু গঠিত কমিটিতে বিবেচনাধীন আছে। যেকোনো যৌক্তিক দাবি আমি মেনে নেব, তবে প্রক্রিয়া সম্পন্নের জন্য সময় দিতে হবে।

Bootstrap Image Preview