Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঈদে সাত দিনব্যাপী সালমান শাহ উৎসব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০১৮, ০৬:২৫ PM
আপডেট: ১২ আগস্ট ২০১৮, ০৬:২৫ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

বাংলা সিনেমার দারুণ এক আবেগের নাম সালমান শাহ। নব্বই দশকে বাংলা চলচ্চিত্রকে তিনি মাতিয়ে রেখেছিলেন। অভিনয় আর স্টাইল দিয়ে বদলে দিয়েছিলেন দেশীয় সিনেমার প্রেক্ষাপট। কালের বিবর্তনে আজও ঢাকাই সিনেমার অন্যতম সুপারস্টার হয়ে আছেন তিনি।

 

আগামী ৬ সেপ্টেম্বর এই অভিনেতার ২২তম মৃত্যুবার্ষিকী। এই দিবসকে সামনে রেখে আসন্ন ঈদুল আজহায় নাগরিক টিভি আয়োজন করেছে সালমান উৎসব। এ উৎসবে ঈদের সাতদিনে চ্যানেলের পর্দায় সালমান শাহ অভিনীত ৮টি জনপ্রিয় সিনেমা প্রচার করা হবে।

ঈদের দিন সকাল ১০টায় ‘মহামিলন’ ও দুপুর ১টায় প্রচার হবে ‘সত্যের মৃত্যু নেই’। ঈদের দ্বিতীয় দিন থেকে ৭ম দিন পর্যন্ত দুপুর ১টায় প্রতিদিন প্রচার হবে যথাক্রমে ‘স্বপ্নের নায়ক’, ‘জীবন সংসার’, ‘আনন্দ অশ্রু’, ‘স্নেহ’, ‘প্রিয়জন’ ও ‘বিক্ষোভ’।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। মৃত্যুর এত বছর পরও ভক্তদের হৃদয়জুড়ে রয়েছেন তিনি। এখনো সকলেই তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে। সালমান বেঁচে থাকবেন চিরদিন।

Bootstrap Image Preview