Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শনিবার, ফেব্রুয়ারি ২০১৯ | ৩ ফাল্গুন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

বিরাটদের গোমাংস খাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলকালাম!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০১৮, ০৬:০৮ PM
আপডেট: ১২ আগস্ট ২০১৮, ০৬:০৮ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-

স্বাগতিক  ইংল্যান্ড ও ভারতের মধ্যে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের খেলা চলছে।কিন্তু এই খেলার মাঝে ভারতীয় দলের খাবার মেনুতে গুরুর মাংস খাওয়া নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, ভারত ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচর তৃতীয় দিনে ক্রিকেটের মক্কা লর্ডস স্টেডিয়ামে মধ্যাহ্ন ভোজনে যে মেনু ভারতীয় খেলোয়াড়দের সার্ভ করে হয়েছে, তাতে ‘ব্রেইজড বিফ পাস্তা’ নামের একটি পদ বিদ্যমান। বলাই বাহুল্য, পদটি গোমাংসের।

টুইটটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে পড়ে। অসংখ্য মানুষ তাঁদের প্রিয় টিমের পাতে গোমাংস পরিবেশন নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। এবং পালটা টুইটে তাঁরা ব্যক্ত করতে শুরু করেন তাঁদের অসন্তোষ।

ইল্যান্ড ও ভারত— দুই টিমের কমন মেনুতে বিফ থাকতেই পারে। সেখানে বিস্তর অপশনও তো রয়েছে! এই মেনুতে যেমন ভারতীয় পদ দাল মাখানি, নান, বাসমতী রাইস, পনির টিক্কা ইত্যাদি রয়েছে, তেমন ব্রেইজড বিফ পাস্তাও রয়েছে। আপ রুচি খানা। কে কী খাবেন, সেটা তাঁর বা তাঁদের ব্যক্তিগত বিষয়।

Bootstrap Image Preview