Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একাধিক জন্মদিন পালন করা নেত্রী দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: চুমকি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০১৮, ১১:৩৫ PM
আপডেট: ১২ আগস্ট ২০১৮, ১১:৩৫ PM

bdmorning Image Preview


কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, যে নেত্রী নিজের একাধিক জন্মদিন পালন করেন, সে নেত্রী আর যাই করুক বাংলাদেশের উন্নয়ন করতে পারে না। আর দেশের বর্তমান প্রধানমন্ত্রী শুধু রাস্তা-ঘাট ও অবকাঠামোগত উন্নয়নই নয়, এদেশের মানুষের জন্ম ও মৃত্যু নিবন্ধনও নিশ্চিত করেছেন।

 

রবিবার (১২ আগস্ট) দুপুরে সিআরভিএস বাস্তবায়িত গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কিত উদ্বুদ্ধকরণ সভায় শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আর গরীব দেশ নয়। এ দেশ এখন উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। আর এ ধারা অব্যাহত রাখতে ধাপে ধাপে অনেক কিছু করতে হবে। এর মধ্যে জন্ম নিবন্ধন অন্যতম। কারণ উন্নত দেশের নাগরিক হিসেবে প্রথমে নিজের জন্ম তারিখ জানতে হবে।

গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- রবীন্দ্র সংগীতের জীবন্ত কিংবদন্তী কন্ঠশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলার বিভাগীয় প্রধান অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ও সিআরভিএস প্রকল্পের পরিচালক এ কে মহিউদ্দিন আহমদ, গাজীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জামিল আহমেদ, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্টার জেনারেল জ্যোতির্ময় বর্মন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ইউপি চেয়ারম্যান শরীফুল ইসলাম সরকার তোরন প্রমুখ।

Bootstrap Image Preview