Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শুক্রবার, ডিসেম্বার ২০১৮ | ৩০ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

বিসিসি নির্বাচনে অভিযোগের তদন্ত কার্যক্রম শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০১৮, ১১:৩৪ PM
আপডেট: ১২ আগস্ট ২০১৮, ১১:৩৪ PM

bdmorning Image Preview


বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে ভোট গ্রহন স্থগিত থাকা ১টি কেন্দ্র এবং ফলাফল স্থগিত থাকা ১৫টি কেন্দ্রসহ মোট ৩০টি কেন্দ্রের অভিযোগ তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

 

শনিবার (১১ আগষ্ট) বেলা ১১ টা থেকে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব খোন্দকার মিজানুর রহমানের নেতৃত্বে ৪সদস্য বিশিষ্ট একটি টিম এই তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন।

মাঠ পর্যায়ের এ কার্যক্রম চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত।

নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব খোন্দকার মিজানুর রহমান জানান, তদন্তটিমের সদস্যরা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন কমিশনে জমা দিবেন।

তিনি সাংবদিকদের জানান, ৩০ জুলাই অন্য দুটি সিটি করপোরেশনের সাথে বরিশাল সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে বিভিন্ন কারণে বরিশাল সিটি নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়নি। নির্বাচন কমিশন কিছু অভিযোগ পেয়েছেন। নির্বাচনের দিনে আসলেই অনিয়ম হয়েছিল কি না এবং অনিয়ম হলে তার দ্বায়দায়িত্ব কার ছিল এই তথ্য গুলো নেয়া হচ্ছে।

এখান থেকে যে তথ্য উদঘাটন করা হবে তা নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

Bootstrap Image Preview